ঘুমের ঘোরে গাড়ি চালালে দুর্ঘটনার মতো বিপদ যেকোনও সময়ই আসতে পারে। আর সেই দুর্ঘটনা থেকে পথচলতি গাড়ির চালকদের দূরে রাখতে বিধাননগর পুলিশ নিয়েছে এক অভিনব উদ্যোগ। এক্সপ্রেসওয়ে থেকে যত গাড়ি ভোরের দিকে শহরে ঢুকছে, সমস্ত গাড়ির চালকদের দাঁড় করিয়ে চায়ের ভাঁড় তুলে দিচ্ছে বিধাননগর পুলিশ। চালকের ঘুমের ঘোর ভাঙিয়ে লক্ষ্য দুর্ঘটনা এড়ানো।
শুধু যে চা তা নয়, ট্রাক চালক সমেত অনেককেই মুখে-চোখে জল দেওয়ার বন্দোবস্তও করছে বিধাননগর পুলিশ। দু'চাকার গাড়িই হোক বা চারচাকা, কিম্বা পন্যবাহী ট্রাক, ভোররাতে কিম্বা গভীর রাতে এক্সপ্রেসওয়ে থেকে কলকাতায় ঢুকতেই মিলছে গরম গরম চা। জানা যাচ্ছে, এয়ারপোর্ট অফিসার ও কলকাতা ট্রাফিক পুলিশের কাছে এই ঘটনা বেশ কার্যকরি ফল দিয়েছে। এমন পন্থায় বহু দুর্ঘটনা রোখা গিয়েছে বলে জানা যাচ্ছে। গত সপ্তাহ থেকে চালু হওয়া এই উদ্যোগ বেশ ফল দিয়েছে বলে মনে করছে পুলিশ।
বিধাননগর পুলিশ গত সপ্তাহ থেকে এই উদ্যোগ শুরু করেছে। যেখানে রাতের পেট্রোলিংয়ের সময় গাড়ি দাঁড় করিয়ে চালকদের সাহায্যে এগিয়ে আসছে পুলিশ। চোখে মুখে জল ছেটানোর বন্দোবস্ত থেকে গরম গরম পানীয় দেওয়া হচ্ছে চালকদের। দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা, মাইকেল নগর, আকাঙ্খা ক্রসিং, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীদের ও চালকদের সাহায্যার্থে এগিয়ে আসছে। একজন অফিসার বলছেন, ‘আমরা দেখেছি বহু চাকই এি সম ঝিমিয়ে পড়েন বা সামান্য ঘুমের ঘোরে চলে যান গভীর রাতের দিকে। ভয়ঙ্কর হয়ে যায়, যখন শহরে ঢোকার আগে এক্সপ্রেসওয়েতে তাঁরা গাড়ি চালান। সেই সময় একটু মুখোচোখে জল দেওয়া , হাঁটাহাঁটি করলে তাঁদের ঘুম কাটাতে সাহায্য হবে। আর তাই ভোররাতে আমরা এমন বন্দোবস্ত রাখছি।’ প্রসঙ্গত, এনসিআরবির তরফে প্রকাশিত এক তথ্য়ে বলা হচ্ছে, গত বছর ১৫১৯ টি দুর্ঘটনা ঘটে গিয়েছে। যারফলে ১৩২৫ জন আহত হয়েছেন। ২১১ জনের মৃত্যু হয়েছে। সেই নিরিখে এই উদ্যোগ প্রাসঙ্গিক হয়ে উঠছে।