পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে রয়েছে অভিযুক্তের হাড়হিম করা অপরাধের ঘটনা। ঘটনা, অভিযুক্ত রাহুল করমবীর জাঠকে নিয়ে। রাহুলের বিরুদ্ধে এক মাসে ৫ খুন ও একটি ধর্ষণেরও অভিযোগ রয়েছে। ৬ রাজ্যের পুলিশ রাহুলকে খুঁজছিল। শেষে গুজরাটের ভালসাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
খুন ও ধর্ষণের নারকীয় কাণ্ড:-
রাহুলের বেশিরভাগ অপরাধের কীর্তি ট্রেনে।৩০ বছরের রাহুল হরিয়ানার বাসিন্দা। বান্দ্রা-ভুজগামী ট্রেনে উঠে সফরের সময়ই পুলিশরে জালে ধরা পড়ে রাহুল। একাধিক রাজ্যের পুলিশ মিলে এই অপারেশন চালিয়েছে। রাহুলকে গত ১৪ নভেম্বর থেকে খুঁজে চলেছে পুলিশ। গুজরাটের এক ১৯ বছর বয়সী মহিলার মৃত্যুতে রাহুলকে খোঁজা শুরু হয়। ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে। এদিকে, ততক্ষণে একাধিক রাজ্যে কাণ্ড ঘটিয়েছে সিরিয়াল কিলার রাহুল। বেশিরভাগ কীর্তিই তার ট্রেন সফরে। গুজরাটের ভালসাদের এসপি বলছেন, রাহুল, বেঙ্গালুরু-মুরদেশ্বর ট্রেনে এক সহযাত্রীকে খুন করে সিগারেট নিয়ে ঝামেলার জেরে। সেই ঘটনা গত ২৫ অক্টোবরের। পশ্চিমবঙ্গে কাটিহার এক্সপ্রেসে এক ৬৩ বছর বয়সী ব্যক্তিকে সে খুন করে বলে অভিযোগ। সেই ঘটনা ১৯ নভেম্বরের। সেই ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রাহুলের গ্রেফতারির কিছুদিন আগে, সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে ম্যাঙ্গালোর স্পেশ্যাল এক্সপ্রেসে গত ২৪ নভেম্বর সে এক মহিলাকে খুন করে।
২০০০ সিসিটিভি ফুটেজ থেকে হাড়হিম করা ছবি-
গুজরাটের মহিলার ধর্ষণের কাণ্ডের পরই ময়নাতদন্তের পর পুলিশ তদন্তকারী টিম গঠন করে। তারপর ২০০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। দেখা যায়, গুজরাটের ওই মহিলার দেহের কাছে যে পোশাক পড়ে ছিল, সে পোশাকই এক রেলস্টেশনে ঘুরছে অভিযুক্ত রাহুল। রাহুল সামান্য খুঁড়িয়ে চলে। ফলে স্টেশনের বাকিদের জিজ্ঞাসা করে পুলিশের তদন্ত আরও এগোতে থাকে, রাহুলকে চেনা আরও সহজ হয়। সিসিটিভিতে দেখা যায়, রাহুল, হাড়হিম করা খুনের পর খোশ মেজাজে খাওয়া দাওয়া করছে।
কে এই রাহুল?
হরিয়ানার বাসিন্দা রাহুল করমবীর জাঠ পঞ্চম শ্রেণিতে ফেল করে। ৩০ বছরের রাহুল, তার এই পর পর অপরাধের কাহিনী পুলিশের সামনে স্বীকার করেছে। গুজরাট পুলিশ বলছে, ‘ 2024 সালের অক্টোবরে, সে সোলাপুরের কাছে পুনে-কন্যাকুমারী ট্রেনে একজন মহিলা যাত্রীকে যৌন নির্যাতন ও হত্যা করে।’