উচ্চমাধ্যমিক ২০২৫র জন্য পরীক্ষার্থীদের নাম নথিভূক্ত করতে ফের একবার অনলাইনে খোলা হল ‘এনরোলমেন্ট উইন্ডো’। বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ অর্থাৎ আজ থেকেই এই এনরোলমেন্ট উইন্ডো খোলা হয়েছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একথা বোর্ডের তরফে জানানো হয়েছে।
উচ্চমাধ্যমিক ২০২৫র জন্য পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার পরীক্ষার্থীদের জন্য অনলাইনে নাম নথিভূক্ত করার জন্য উইন্ডো ফের খুলে দিল। আজ ১২ ফেব্রুয়ারি থেকে ২ দিনের জন্য এই উইন্ডো খোলা থাকবে। নাম নথিভূক্তির সর্বশেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। জানা গিয়েছে, বহু পড়ুয়া, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ পেয়ে বোর্ড এই সিদ্ধান্তে এসেছে বলে খবর। এই নথিভূক্তির ক্ষেত্রে বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সংশ্লিষ্ট পড়ুয়ার বিস্তারিত ( উপস্থিতি ইত্যাদি উল্লেখ করতে হবে) জানাতে হবে একটি 'ফরোয়ার্ডিং লেটারে'। সঙ্গে পড়ুয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি, একাদশ শ্রেণির প্রাপ্ত নম্বর, পড়ুয়ার স্বাক্ষর রাখতে হবে তাতে। পর্ষদের আঞ্চলিক অফিসের সংশ্লিষ্ট ডেপুটি সেক্রেটারির কাছে তা পাঠাতে হবে। উল্লেখ্য, ৩ মার্চ, ২০২৫ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার শেষ তারিখ ১৮ মার্চ। একটি শিফ্টেই পরীক্ষা আয়োজিত হবে। বেলা ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। বেলা ১.১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথমেই ভাষা বিষয়ক পেপারের পরীক্ষা হবে।
ভাষা বিষয়ক পেপারের পরীক্ষা শেষ হলেই বিজ্ঞান, কলা, কমার্স বিষয় ভেদে এরপর পরীক্ষা আয়োজিত হবে। প্রসঙ্গত, ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এবার যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, তারা নয়া সেমেস্টার ব্যবস্থার আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে। আর তারপর ২০২৬ সালে প্রথম ব্যাচের পড়ুয়া হিসেবে সেমেস্টার প্রথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে।