নদিয়ার কল্যাণীতে এক ১৩ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের চেষ্টার বড়সড় অভিযোগ উঠেছে তার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পেশায় ওই যুবক অ্যাম্বুলেন্স চালক। অভিযোগের জেরে ওই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ওই যুবক, নাবালিকাকে বাড়ির পাশেই ধর্ষণের চেষ্টা করে।
প্রতিবেশী অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার চেষ্টার গুরুতর অভিযোগ থাকলেও তা নিয়ে থানার দ্বারস্থ হওয়ার আগে একাধিক ঘটনা ঘটে বলে দাবি করছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, ওই ধর্ষণের চেষ্টার পর, প্রতিবেশী যুবক ৮০০ টাকা দিয়ে ওই নাবালিকার মুখ বন্ধের চেষ্টা করেন। পরিবারের দাবি, তাঁদের হুমকিও দেন যুবক। এমনকি তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়, বলে দাবি পরিবারের। তবে শেষ পর্যন্ত একাধিক ধাপ পার করে বহু হুমকি উপেক্ষা করে থানার দ্বারস্থ হন নাবালিকা ও পরিবার। পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পুলিশ তা জানতে পেরেই, ময়দানে নামে। শুরু হয়ে যায় তদন্ত। রাতেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়। রাণাঘাট পুলিশের অতিরিক্ত সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন,'শুক্রবার রাতে কল্যাণী থানায় অভিযোগ আসতেই পুলিশ দ্রুত পদক্ষেপ করে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করা হয়েছে।' জানা গিয়েছে ওই অ্যাম্বুলেন্স চালককে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে।
( Mangal Vakri 2024: বক্রী হয়েই মঙ্গল ধন দৌলতে ভরিয়ে দেবেন একাধিক রাশিকে! কর্কট সহ কারা লাকি?)
( How to identify real honey: একটু মধু নিন আঙুলে…খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায়গুলি দেখে নিন)
এদিকে, শুক্রবার রাতের এই ঘটনায় দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষোভে ফুঁসে ওঠেন প্রতিবেশীরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে কয়েকজন থানাতেও আসেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় চাপানোতর।
এদিকে, এই সবের মাঝে অভিযুক্তের দাবি তিনি কোনও টাকা দেননি। এমনকি তিনি বলছেন, ধর্ষণের চেষ্টার অভিযোগও ভ্রান্ত। পুরোটাই মিথ্যা। আপাতত তদন্তে নেমে ওই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ।