বাংলা নিউজ > বাংলার মুখ > Night is Ours Protest: শত শত কণ্ঠ গর্জে ওঠার অপেক্ষায়! ‘মেয়েরা রাত দখল করো’র ডাক বাংলার কোণে কোণে, কোথায় কোথায় হচ্ছে?

Night is Ours Protest: শত শত কণ্ঠ গর্জে ওঠার অপেক্ষায়! ‘মেয়েরা রাত দখল করো’র ডাক বাংলার কোণে কোণে, কোথায় কোথায় হচ্ছে?

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে 'মেয়েরা রাত দখল করো'র ডাক।

ইতিমধ্যেই ইন্টারনেট জুড়ে ‘মেয়েরা রাত দখল করো’র ডাক ভাইরাল! আরজি কর মেডিক্যাল কলেজ ও  হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে বাংলায় ১৪ অগস্টের রাতে শত শত কণ্ঠ গর্জে ওঠার অপেক্ষায়।

১৪ অগস্ট ২০২৪ রাতে কলকাতা সহ বাংলার নানান শহরে আয়োজিত হতে চলেছে ‘মেয়েরা রাত দখল করো’। স্বাধীনতা দিবসের আগের রাতে ১১.৫৫ মিনিট থেকে কলকাতায়, যাদবপুর, অ্যাকাডেমি চত্বর, কলেজ স্ট্রিট সহ বাংলার নানান জায়গায় থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হতে চলেছে জমায়েত। ইতিমধ্যেই ইন্টারনেট জুড়ে ‘মেয়েরা রাত দখল করো’র ডাক ভাইরাল! আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে বাংলায় ১৪ অগস্টের রাতে শত শত কণ্ঠ গর্জে ওঠার অপেক্ষায়।

‘মেয়েরা রাত দখল করো’ কোথায় কোথায় আয়োজিত হচ্ছে?

‘মেয়েরা রাত দখল করো’-র অফিশিয়াল ফেসবুক পেজ-এ দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ অগস্ট রাত ১১ টা থেকে এই জমায়েত। কলকাতায় এই জমায়েত হবে, যাদবপুর এইট বিতে। এছাড়াও রয়েছে আরও ঠিকানা-  অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিট, সিঁথির মোড়, বেহালা শখের বাজার, ডানলপ খালসা মডেল স্কুল। অফিশিয়াল পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, এই প্রতিবাদের জমায়েত ওই একই সময় হবে- মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, বোনগাঁয় নীলদর্পণ, শ্রীরামপুর, রায়গঞ্জ, ঘড়ির মোড়, ব্যারাকপুর স্টেশন, দুর্গাপুর।

( নিখোঁজদের ছবি হাতে ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভে বাংলাদেশের হিন্দুরা)

‘রিক্লেম দ্য নাইট’ – ইতিহাস..

 আমেরিকার ফিলাডেলফিয়া শহরে ১৯৭৫ সালে জনৈক মাইক্রো বায়োলজিস্টকে খুনের ঘটনায় ওই আন্দোলন শুরু হয়েছিল। ১৯৭৭ সালে নারীমুক্তি আন্দোলনের অঙ্গ হিসাবে ‘রিক্লেম দ্য নাইট’ এর কথা উঠে আসে। যার বাংলার তর্জমা করলে খানিকটা 'রাত দখল করো’ হয়ে থাকে। ইংল্যান্ডের পূর্ব ইয়র্করশায়ারের লিডসে এইটি শুরু হয়। মিছিল থেকে সেবার দাবি উঠে ছিল, পাবলিক প্লেসে মহিলারা যাতে রাতে চলাফেরা করতে সক্ষম হন। এমনই তথ্য দিচ্ছে ‘উইকি পিডিয়া’। ‘রিক্লেম দ্য নাইট’ কার্যত একটি আন্দোলনের নাম। পরবর্তীকালে এমন ধরনের মিছিল করে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদ করা হয়। এই আন্দোলন ১৯৭৭ সালের পরও ১৯৮০, ১৯৯০, ২০০০ সালেও শোনা গিয়েছে। 

আরজি কর-এ মহিলা চিকিৎসকের মৃত্যু

ব্যস্ত শহরের বুকে, রাতের বেলা, নিজের চেনা পরিসরের মধ্যে এক মহিলা চিকিৎসকের নারকীয় হত্যা গোটা বাংলাকে শোকগ্রস্ত করেছে। এই অমানবিক ঘটনার শুধু প্রতিবাদই নয়, প্রশ্নও তুলছে মানুষ। এদিকে, পুলিশ প্রশাসন ঘচনার ২৪ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করে। তারপর দাবি উঠতে থাকে সিবিআই তদন্তের। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ররিবারের মধ্যে তদন্তের কূল কিনারা না হলে সিবিআইকে তিনি এই তদন্তভার তুলে দেবেন। এরপর মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। সন্ধ্যাতেই টালা পুলিস্টেশনে পৌঁছে যায় সিবিআইএর টিম। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টির জন্য রাত দখল-এ কম জমায়েত, বৈঠক ভেস্তে যাওয়ার কারণ নিয়ে তুঙ্গে জল্পনা মেয়ে বড় করতে, অনুষ্কার পথেই দীপিকা, ২ বড় সিদ্ধান্ত নিলেন রণবীর সিং-এর বউ মেডিক্যাল গবেষণার জন্য ইয়েচুরির দেহদান করা হল AIIMS-এ, বিদায় ‘লাল সেলাম’ জানিয়ে মহালয়ার পরদিনই রাহুর নক্ষত্রে প্রবেশ শনির, এবার পুজোয় ভাগ্য চমকাবে ৩ রাশির নজরে পুলিশের 'ভুল', আরজি কর কাণ্ডে এক শীর্ষ কর্তাকে অনলাইনে জেরা CBI-এর: রিপোর্ট ও আমাদের ‘লগান’ ছবির আমির খান: রোহিত শর্মা প্রসঙ্গে কেন এমন বললেন সরফরাজ খান? বেজে উঠল ঢাক - ঢোল- কাঁসর, সন্দীপ - অভিজিৎ গ্রেফতার হতেই শুরু হল কার্নিভাল অক্ষয় কুমার থেকে প্রিয়াঙ্কা চোপড়া, এই তারকারা সন্তানের নামে করিয়েছেন ট্যাটু খালি গায়ে বরুণ, খাবারে মন নেই জাহ্নবীর, হাসছেন মুচকি মুচকি! কী চলছে দুজনের ১৭ বছর বয়সেই ব্যাডমিন্টনে প্রথম আন্তর্জাতিক খেতাব জয়! নজির গড়লেন আনমোল খরব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.