কালীপুজোর আগে সদ্য সাইক্লোন দানার দাপটে অধোর বর্ষণে ভিজেছে শহর কলকাতা। এদিকে, এই বর্ষণের জেরে বহু তাবড় কালীপুজো কমিটিকে পুজো প্রস্তুতি পিছিয়ে দিতে হয়েছে। কোনও প্যান্ডেলের কাজ শেষ করতে এখন ডবল শিফ্টে চলছে কর্মকাণ্ড, আবার কোথাও দানার বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে পুজোর উদ্বোধনের কর্মসূচি। কলকাতার রাজপথ থেকে গলিতে কালীপুজোর প্রস্তুতির মাঝে দানা-বিঘ্ন ঘিরে কোন ছবি উঠে আসছে দেখা যাক।
কলকাতার নবযুবক সংঘের পুজো ‘ফাটাকেষ্টর কালীপুজো’ নামে খ্যাত। তারা বলছে, তাদের প্যান্ডেল একেবারে ঐতিহ্য মেনে হয়। দশক ধরে এমনই চলে আসছে। এদিকে, প্যান্ডেলের কারুকার্য, রঙিন কাপড় সবই দানার জেরে বৃষ্টিতে প্রভাবিত হয়েছে। এদিকে, পুজোর উদ্বোধন ৩১ অক্টোবর। সেই লক্ষ্যে সমস্ত প্যান্ডেলের কাজ শেষ করতে তারা ডবল শিফ্টে কাজ চালাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি প্যান্ডেলের কাজ শেষ করার চেষ্টা চলছে সেখানে। ১০ জন কর্মী রাত জেগে করছেন কাজ। আহর্মস্ট্রিটের সাধন শ্রী শ্রী কালীপুজো কমিটির পুজো ‘সোমেন মিত্রর কালীপুজো’ নামে খ্যাত। এখানে পুজো উদ্বোধন ২৯ অক্টোবর। পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে প্লাইউড দিয়ে। আর তা সাইক্লোনের জেরে বৃষঅটিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জেরে সেখানে ৩৬ ঘণ্টা পুজো প্যান্ডেলের কাজ বন্ধ ছিল। তাঁরা বলছেন, উদ্বোধনের পর পুজো প্যান্ডেলের বাকি কাজ শেষ হবে।
এবার আসা যাক কাঁকুরগাছি কেআইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর দিকে। তাদের পুজোয় ২ দিন দেরি হয়ে গিয়েছে কাজ শেষ করতে। আর এক্ষেত্রেও ভিলেন সেই দানার বৃষ্টি। এদিকে, বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো এই বৃষ্টির জেরে প্যান্ডেলের কাজ শেষ না হওয়ায় পিছিয়ে দিয়েছে উদ্বোধন। পুজোর উদ্বোধন হবে ২৮ অক্টোবরের জায়গায় ৩০ অক্টোবর। উল্লেখ্য, বারাসতে ১৫ টি বড় বাজেটের পুজো রয়েছে। বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতির কালীপুজোর উদ্বোধনও ২৮ অক্টোবর থেকে পিছিয়ে গিয়েছে। এখানে কেএনসিতে হচ্ছে উমেধ প্যালেস। স্বভাবতই জমবে ভিড়। জুলাই মাস থেকে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। তবে গত কয়েকদিনে দানার জেরে বৃষ্টি তাতে বিঘ্ন ঘটিয়েছে। ফলে যুদ্ধকালীন তৎপরতায় এখন চলছে কাজ।