খবর আগেই ছিল। আর সেই মতো, ১ জানুয়ারি ২০২৫ থেকে বেড়ে গেল দমদম-কবি সুভাষ রুটে রাতের শেষ মেট্রোর ভাড়া। মূলত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ‘স্পেশ্যাল নাইট সার্ভিস’র আওতায় রাতে ১০.৪০ মিনিটে দমদম- কবি সুভাষ রুটে ব্লু লাইনে মেট্রো চলে। সেই মেট্রোর ভাড়া বেড়ে গেল বছরের প্রথম দিন থেকেই। স্বভাবতই তা মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ।
সোম থেকে শুক্র, কবি সুভাষ থেকে দমদম রুটে রাত ১০.৪০ এর শেষ মেট্রোতে এবার উঠলেই বাড়তি গ্যাঁটের কড়ি গুনতে হবে! মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে সপ্তাহের এই কয়েকটি দিনে এই রুটে রাতের শেষ মেট্রোটিতে অতির্কিত ১০ টাকা করে ভাড়া নেওয়া হবে। প্রসঙ্গত, রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়ার জন্য কবি সুভাষ ও দমদম রুটে মুখোমুখি মেট্রো চালায় কর্তৃপক্ষ। তবে নভেম্বরের শেষদিকে মেট্রো জানিয়েছিল যে, সেভাবে এই রুটের শেষ মেট্রোয় যাত্রী বাকি ট্রেনগুলির থেকে কম হয়। ফলে লোকসান ঠেকাতে তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ। এতদিন এই ১০.৪০ মিনিটের শেষ মেট্রোর ভাড়া বাকি মেট্রোগুলির মতোই ছিল। তবে ১ জানুয়ারি ২০২৫ থেকে তা বেড়ে গেল। ফলে এর আগে পর্যন্ত দমদম থেকে শোভাবাজার পর্যন্ত যেতে ১০ টাকা লাগলেও, আজ থেকে রাতের শেষ মেট্রো অর্থাৎ কবি সুভাষ-দমদম রুটের রাতের ১০.৪০ মিনিটের মেট্রোতে লাগবে ২০ টাকা। ফলত, এই মেট্রোতে যে রুটে যেমন ভাড়া রয়েছে তার সঙ্গে যুক্ত হবে বাড়তি খরচ।
তবে, কবি সুভাষ-দমজম রুটে বাকি ট্রেনগুলিতে যেমন ভাড়া রয়েছে, তেমনই থাকবে। ফলে সেই ভাড়া নিয়ে সেভাবে চিন্তার কারণ নেই। রাতের শহরে ১০ টার পরও মেট্রো চালানোর দাবি অনেকেরই ছিল। যাত্রীদের সেই দাবিকে মান্যতা দিয়ে এই পরিষেবা শুরুও করে দেয় মেট্রো। ২৫ মে থেকে চালু হওয়া বিশেষ মেট্রো যদিও বেশিরভাগ দিনই থাকে ফাঁকা। শেষ মেট্রোতে সেভাবে যাত্রী না হওয়ায়, কিছুটা লোকসানের মুখ দেখতে হচ্ছিল। আর তার জেরেই মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।।