বাংলা নিউজ > বাংলার মুখ > Kolkata Police Suicide: সার্ভিস রিভলবার নিজের কপালে ঠেকিয়ে গুলি? আদালত চত্বরেই মিলল পুলিশকর্মীর রক্তস্নাত দেহ!

Kolkata Police Suicide: সার্ভিস রিভলবার নিজের কপালে ঠেকিয়ে গুলি? আদালত চত্বরেই মিলল পুলিশকর্মীর রক্তস্নাত দেহ!

প্রতীকী ছবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টার মধ্যে কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার অন্তর্গত সিটি সিভিল কোর্টে পৌঁছে যেতেন তিনি। ডিউটি শেষ হলে ফিরে যেতেন বেলঘরিয়ার বাড়িতে। কিন্তু, মঙ্গলবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

আদালত চত্বরেই একটি পুলিশকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ে নিজেকে শেষ করেছেন তিনি। আর, তার জেরেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিহত ওই পুলিশকর্মীর নাম গোপালকুমার নাথ। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ফোর্সের কনস্টেবল ছিলেন। ৪৫ বছরের গোপাল আদতে ছিলেন মালদার বৈষ্ণবনগরের চাঁচল মহকুমার পুকুরিয়া থানা এলাকার বাসিন্দা। তবে, পুলিশে চাকরি করার কারণে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বেলঘরিয়ার বসাকপাড়া এলাকায় থাকতেন তিনি।

২০২২ সাল থেকে এক বিচারকের সর্বক্ষণের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন গোপাল। সেই কারণেই তাঁর কাছে একটি নাইন এমএম পিস্তল থাকত। যে পিস্তল ডিউটি আওয়ার্সের পর থানায় জমা রাখার কথা তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টার মধ্যে কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার অন্তর্গত সিটি সিভিল কোর্টে পৌঁছে যেতেন তিনি। ডিউটি শেষ হলে ফিরে যেতেন বেলঘরিয়ার বাড়িতে। কিন্তু, মঙ্গলবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

এদিকে, বুধবার সকালে সাফাইকর্মীরা দেখতে পান, আদালত ভবনের ঠিক নীচে, সিঁড়ির পাশেই রাখা রয়েছে একটি চেয়ার। সেই চেয়ারে গা এলিয়ে বসে রয়েছেন গোপাল। তাঁর পরনে ঘন নীল রঙের পোশাক। তাঁর মাথাটি রয়েছে শরীরের একদিকে হেলানো অবস্থায়। আর তাঁর কপালের মাঝখানে রয়েছে একটি ফুটো।

যা দেখে প্রাথমিক অনুমান করা হয়, ওই অংশে সম্ভবত রিভলবার চেপে ধরা হয়েছিল। এবং রিভলবার থেকে বের হওয়া গুলি মাথা ফুঁড়ে সোজা পিছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছে!

কপাল ও মাথার ওই ক্ষতস্থান থেকে তখনও চুঁইয়ে পড়ছে রক্ত। আর সেই রক্তে ভেসে গিয়েছে আশপাশ! এই দৃশ্য দেখেই ভয় পেয়ে যান সাফাইকর্মীরা। স্থানীয় থানায় খবর পাঠানো হয়। পুলিশ এসে গোপালের নিথর দেহ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, গোপাল আত্মহত্যা করেছেন। খুব সম্ভবত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। কিন্তু, প্রশ্ন হল - আদালতের মতো একটি জায়গায় এই ঘটনা ঘটল কীভাবে? তাছাড়া, সিটি সিভিল কোর্ট বা শহরের নগর দায়রা আদালত থেকে কলকাতা হাইকোর্টের দূরত্ব খুব বেশি নয়। কাছেই রয়েছে সচিবালয়।

অর্থাৎ - এই এলাকার আশপাশ দিয়েই আইনজীবী, বিচারপতি ও আমলারা যাতায়াত করেন। সেখানে একজন পুলিশকর্মী কীভাবে ডিউটি আওয়ার্সের পর নিজের সার্ভিস রিভরবার নিজের কাছে রাখলেন, এবং তাঁর অপমৃত্যুর ঘটনা ঘটল, তা ভেবেই হতবাক হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মহল। প্রশ্ন উঠছে এই এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার অভাব এবং নজরদারিতে গাফিলতি নিয়ে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই নিজেকে শেষ করে দিয়েছেন গোপাল। সূত্রের দাবি, তিনি নাকি আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাহলে তারপরও কেন তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল? কেন ডিউটি আওয়ার্সের পর সেটি তিনি জমা না করার পরও তা নিয়ে খোঁজ নেওয়া হল না? আরও বড় কথা, তিনি যে মানসিক অশান্তির মধ্যে ছিলেন, তার থেকে মুক্তি পেতে তিনি কি কোনও চিকিৎসা করিয়েছিলেন?

বাংলার মুখ খবর

Latest News

মিরাটে স্বামীকে খুন করছে স্ত্রী! ভয়ে বৌয়ের সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন যুবক হাতে রক্তমাখা কুড়ুল, উশকো-খুশকো চুলে রঘু ডাকাতের বেশে হাজির দেব!কী আপডেট দিলেন? 6,6,6: মাঠে নেমেই ছক্কার হ্যাটট্রিক, ধোনিদের বিরল IPL রেকর্ড ছুঁলেন কামিন্স চৈত্র অমাবস্যা ২০২৫ আজ কখন থেকে পড়ছে? রইল তিথি, পঞ্জিকামত দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলতে আসছেন এই জনপ্রিয় নায়ক, চেনেন তাঁকে? একটুও রান্না পারেন না সুস্বাতী! দিদি নম্বর ১-এ ফাঁস অন্বেষা-শুভশ্রীদের গোপন কথা লক্ষ্য শৃঙ্গজয়, এভারেস্টের পথে সহধর্মিণী, বাড়ি বন্ধক দিয়ে খরচ জোগালেন স্বামী! তৈরি হয়ে বসে আসে, এবার জিতলে কিন্তু হিন্দুদের নির্বংশ করে দেবে: মিঠুন চক্রবর্তী শামিকে ফিরিয়ে IPL-এ ১০০ উইকেটের এলিট ক্লাবে শার্দুল, আর ক'জনের রয়েছে এই নজির? ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল সিকান্দরের টিকিটের দাম

IPL 2025 News in Bangla

6,6,6: মাঠে নেমেই ছক্কার হ্যাটট্রিক, ধোনিদের বিরল IPL রেকর্ড ছুঁলেন কামিন্স ২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো উপ্পলে ট্র্যাভিসের স্টাম্প ছিটকে দিয়ে ইন্দ্রপতন ঘটানো প্রিন্স যাদব কে?- ভিডিয়ো LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.