দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন রাতের সর্বনিম্ন তাপমাত্... more
দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। বঙ্গোপসাগর দিয়ে যে বাতাস আসছে, তাতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ১ ডিগ্রি বেশি ছিল। তবে ফের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
1/6গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে গিয়েছিল। তবে আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি কমবে। আগামী কয়েকদিন বাংলার কাছাকাছি কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ পরিষ্কার থাকবে।
2/6রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে। সোমবার সেই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। যদিও এই নিম্নচাপের কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেই মত আবহাওয়াবিদদের। তবে আগামী কয়েকদিনে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি।
3/6কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অপরদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। এদিকে শীঘ্রই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার কোনও আভাস দেয়নি হাওয়া অফিস।
4/6এদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে। যদিও উত্তুরে ঠান্ডা হাওয়া প্রবেশের কথা থাকলেও তা একটু কম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। ফলে ভোরের দিকে যে ঠান্ডা থাকার কথা সেটার প্রভাব সেভাবে ছিল না।
5/6বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ ছিল।
6/6আজ অর্থাৎ শুক্রবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। গত দুই দিনের তুলনায় আজ কলকাতার তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।