ঠান্ডার অনুভূতি ফের কিছুটা কমল কলকাতা ও পার্শ্ববর্... more
ঠান্ডার অনুভূতি ফের কিছুটা কমল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। আবহাওয়ার হাল হকিকত দেখে মনে হচ্ছে, ডিসেম্বরের দোরগোড়ায় এসে শীত লুকোচরি খেলছে। গত ৪৮ ঘণ্টায় বেলায় বেশ অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে কলকাতায়।
1/5এদিকে কলকাতায় ঠান্ডার অনুভূতি কিছু কমলেও জেলায় জেলায় শীত অনুভূত হচ্ছে ভালো ভাবেই। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতাতে ধীরে ধীরে ঠান্ডা পড়বে ডিসেম্বরে। আকাশ পরিষ্কার থাকবে। (এএনআই) (Utpal Sarkar)
2/5ইতিমধ্যে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে বাংলায়। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় শুষ্কতা বাড়ছে বাংলায়। এদিকে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই। (এএনআই) (Utpal Sarkar)
3/5উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আসবে না। (Utpal Sarkar)
4/5উত্তরবঙ্গের মতোই আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় পশ্চিমের জেলাগুলিতে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। (এএনআই) (Utpal Sarkar)
5/5বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের আকাশ পরিষ্কার থাকবে৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ এর আগে বুধবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন ১৬-১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও গতকাল তা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি৷ (এএআই) (Utpal Sarkar)