শুক্রবার তাপমাত্রার পারদের পতনের সঙ্গেই শীতের ... more
শুক্রবার তাপমাত্রার পারদের পতনের সঙ্গেই শীতের প্রত্যাবর্তন ঘটেছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম দিকে থেকে বয়ে আসা বাতাসের পথে কাঁটা ছড়িয়েছিল বঙ্গোপসাগরের জলীয় বাষ্পে ভরা বাতাস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতেই ফের উত্তুরে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করল বঙ্গে।
1/4রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের এটাই শীতলতম দিন। সকালের দিকে হালকা কুয়াশার চাদর জড়িয়েছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়লেও কলকাতায় শীতের অনুভূতি হয়েছিল গত কয়েদিনে। তবে গতকাল থেকেই ফের সেই অনুভূতি ফিরেছে। (AP)
2/4আলিপুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। বঙ্গের দুই প্রান্তেই রাত এবং ভোরের দিকের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। (AP)
3/4এখনই জাঁকিয়ে শীত না পড়লেও আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে শীতের আমেজ আগামী দিনে আরও বাড়তে পারে। (AP)
4/4আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ (আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ) ডিগ্রি সেলসিয়াসেরআশেপাশে থাকবে। শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ। রবিবার দিনের আকাশ থাকবে রৌদ্রজ্বল। (AP)