ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের সমস্ত দফতর। ঝড়ের অভিঘাত মোকাবিলায় তৈরি হয়েছে আলাদা আলাদা কন্ট্রোল রুম। বিপদে পড়লে সেখানে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে চাওয়া যাবে সাহায্য। সোমবার সেরকমই একগুচ্ছ নম্বর প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ ফেরাতে বরাবরই বেগ পেতে হয় সংস্থাগুলিকে। বিশেষ করে কলকাতার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক সমস্যা তৈরি হয়। ঘূর্ণিঝড় আমফানের পর এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল CESC-কে। তাই এবার আগাম প্রস্তুতি নিয়েছে তারা। সিইএসসির তরফে জানানো হয়েছে। বিদ্যুৎসংযোগ ফেরাতে গোটা CESC এলাকায় মোতায়েন থাকবেন প্রায় ২,৫০০ কর্মী। কলকাতার প্রতিটি ওয়ার্ডে CESC-র ২টি করে দল মোতায়েন থাকবে। কন্ট্রোল রুমে ফোন করে জানালেই দ্রুত তৎপর হবেন তাঁরা। সেজন্য ফোন করতে হবে 9831079666 বা 9831083700 নম্বরে।
এছাড়া রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পুরসভাকে। সেজন্য হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে 9330904817
ঝড়ে কোনও কারণে কারও মৃত্যু হলে দেহ সরানোর জন্য ফোন করতে হবে কলকাতা পুরসভাকে। সেজন্য নম্বর 9836665845