তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিয়েই জেড শ্রেণির কেন্দ্রীয় নিরাপত্তা পান রাজীব। গত ৩১ অক্টোবর তৃণমূলে ফিরলেও বহাল ছিল তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা। অবশেষে তা প্রত্যাহার করল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গে জেড শ্রেণির ও পশ্চিমবঙ্গের বাইরে ওয়াই প্লাস শ্রেণির নিরাপত্তা পেতেন রাজীব। বিধানসভা নির্বাচনের আগে চার্টার্ড বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকে লড়াই করে তৃণমূলের কাছে ৪৩ হাজার ভোটে হারেন তিনি। ভোটের ফল প্রকাশের পর বিজেপির সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন রাজীববাবু। ফের ঘনিষ্ঠতা বাড়ান তৃণমূল নেতৃত্বের সঙ্গে। গত ৩১ অক্টোবর ত্রিপুরায় গিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। তার প্রায় ২ মাস পর ফিরিয়ে নেওয়া হল তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা।
এব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির তরফে জানানো হয়েছে, এটি কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এব্যাপারে দল কোনও কথা বলবে না।