বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC MLA: চুপ করে বসে থাকেন বিধানসভায়, তৃণমূলের ১১৮জন 'নীরব' বিধায়ক, সরব করতে উদ্যোগী দল

TMC MLA: চুপ করে বসে থাকেন বিধানসভায়, তৃণমূলের ১১৮জন 'নীরব' বিধায়ক, সরব করতে উদ্যোগী দল

মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী। (PTI Photo) (PTI)

সব মিলিয়ে এখন রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়কের সংখ্য়া ২২২জন। সংখ্য়াটা নেহাত মন্দ নয়। কিন্তু তার মধ্য়ে ১১৮জনের বিধানসভায় কোনও বক্তব্য নেই। একেবারে নীরব।

সব মিলিয়ে সংখ্যাটা ১১৮জন। তাঁরা শাসকদলেরই বিধায়ক। কিন্তু বিধানসভায় একেবারে চুপচাপ বসে থাকেন। মুখে কোনও উচ্চবাচ্য নেই। আসেন যান, মুখে কোনও কথা নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাম আমলেও বাংলা থেকে কয়েকজন বাম সাংসদ ছিলেন, যাঁরা সংসদ ভবনে যেতেন কিন্তু মুখে কোনও কথা বলতেন না। তবে এবার বিধানসভায় থাকা সেই চুপচাপ বিধায়কদের কিছুটা সক্রিয় করার উদ্যোগ নেবে তৃণমূল। 

এদিকে ইতিমধ্য়েই তৃণমূলের পর্যবেক্ষণ সব মিলিয়ে ১১৮জন বিধায়ক গত চার বছর ধরে বিধানসভায় একেবারে নিষ্ক্রিয়। কোনও উচ্চাবাচ্য করেননি। প্রশ্নোত্তরপর্ব, দৃষ্টি আকর্ষণী পর্ব, কোনও প্রস্তাব, কোনও বিল নিয়ে তাঁরা কোনওরকম আলোচনায় অংশ নেননি। একেবারে নীরব। 

সূত্রের খবর, চলতি বাজেট অধিবেশনের প্রথম দিন বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্য়মন্ত্রী। সেই বৈঠকের আগে তৃণমূলের পরিষদীয় দল বিধায়কদের গত চার বছরের কাজকর্মের কিছুটা পর্যালোচনা করে। আর সেই পর্যালোচনাতেই উঠে আসে ১১৮জন বিধায়কদের কথা।

সব মিলিয়ে এখন রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়কের সংখ্য়া ২২২জন। সংখ্য়াটা নেহাত মন্দ নয়। কিন্তু তার মধ্য়ে ১১৮জনের বিধানসভায় কোনও বক্তব্য নেই। একেবারে নীরব। আসেন, নির্দিষ্ট জায়গায় বসেন। এরপর সময় হলে চলে যান। কিন্তু মুখে কোনও রা নেই। 

এদিকে শাসকদলের বিধায়কদের একটা বড়  অংশ এভাবে নিষ্ক্রিয় থাকলে আখেরে সেটা একেবারেই শোভনীয় নয়। সেকারণে এবার সেই নীরব বিধায়কদের সরব করতে উদ্যোগী হচ্ছে তৃণমূল। এবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় ও বিধানসভার তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই এই নীরব বিধায়কদের সঙ্গে কথা বলে তাঁদেরকে প্রশ্নোত্তরপর্বে অংশ নেওয়ার জন্য় আহ্বান করবেন। 

আসলে সামনেই ২০২৬ এর বিধানসভা ভোট। তার জন্য রাজনৈতিক দলগুলি ইতিমধ্য়েই প্রস্তুতি শুরু করেছে। এদিকে নির্দিষ্ট বিধায়কদের অনেক আশা নিয়েই বিধানসভায় পাঠান সাধারণ মানুষ। সেক্ষেত্রে তাঁদের একাংশ যদি এভাবে একেবারে নীরব থাকেন তবে তাঁদের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। 

তবে সূত্রের খবর, ওই বিধায়কদের উপর এখনই কোনও শাস্তি আরোপ করা হবে না। কারণ তাঁদের সঙ্গে প্রাথমিকভাবে কিছু কথাবার্তা বলতে চাইছেন দায়িত্বপ্রাপ্তরা। তাঁদেরকে আগামী দিনে যাতে কিছুটা সরব করা যায়, আলোচনাপর্বে তাঁরাও যাতে অংশ নেন সেব্যাপারে তাঁদেরকে পরামর্শ দেওয়া হবে। আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনও জড়তা থাকছে কি না সেটাও জানতে চাওয়া হতে পারে। 

বাংলার মুখ খবর

Latest News

‘সেই রাতে’ ট্রমা কেয়ারে ডিউটি ছিল নিরাপত্তারক্ষী অমিতের, বললেন ‘ফাঁকফোকর’ ছিল! নুন খাওয়ার অভ্য়াসও বাড়িয়ে দিতে পারে ওজন! রোজ কতটা শরীরের জন্য নিরাপদ? প্রেমিকা বা প্রেমিক থাকা কি ভুল? সন্ত প্রেমানন্দ মহারাজ কী বলেন? অসুস্থ, শ্যুটিংয়ে ডায়ালগ বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে,কী হয়েছে ‘দীপা’ স্বস্তিকার? 'বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে', রামনবমীতে ইডেনের ম্যাচ সরছে না? ধন্দ বাড়াল পুলিশ এবার স্লোভাকিয়ার বিনিয়োগ টানতে মাঠে নামল সরকার, 'এখান থেকে অনেকে বেড়াতে যান' বাংলাদেশ সেনার সঙ্গে গোপন বৈঠকে ধমক 'বিপ্লবী' হাসনাতকে! কী কী বলা হল তাঁকে? আবার মা হচ্ছেন আলিয়া? রণবীরের কোন কাজে ইঙ্গিত মিলল? 'বিয়ে করলেই বুঝবে...', অর্জুনকে বিয়ে নিয়ে কোন টিপস দিলেন অভিষেক? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে আবার র‍্যাগিং, পড়ুয়ার পরিবারকে হুমকি

IPL 2025 News in Bangla

'বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে', রামনবমীতে ইডেনের ম্যাচ সরছে না? ধন্দ বাড়াল পুলিশ RCB-র বিরুদ্ধে রেকর্ড ভালো, এবারও একই ধারা বজায় থাকবে? কী বললেন KKR-র বরুণ? IPL 2025-এর আগেই বড় ধাক্কা খেল DC, প্রথম দুই ম্যাচে হয়তো পাওয়া যাবে না রাহুলকে ইডেনে ফের দেখা হতেই রিঙ্কুর থেকে ব্যাট লুকোলেন কোহলি? নেটপাড়ায় ভিডিয়ো হল ভাইরাল অক্ষরের নেতৃত্বে DC-র ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ, দলের শক্তি, দুর্বলতাগুলো কী? IPL-এর আগেই KKR-র ড্রেসিংরুমে ঢুকে চাবি হাতাচ্ছেন তৃণা! কেন? অধিনায়কত্ব নিয়ে রোহিত ও MI-কে খোঁচা বিরাটের RCB-র, ট্রফি দেখিয়ে পালটা ফ্যানদের IPL 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক, শাহরুখ কিন্তু আজই শহরে! পরিসংখ্যানই কথা বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে রোহিতকে জবাব সিরাজের রিপোর্ট- মহসিনের সর্বনাশে পৌষমাস শার্দুলের, যোগ LSG-তে, ময়াঙ্কের চোট নিয়েও সংশয়

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.