হাওড়া ডিভিশনের সিঙ্গুর এবং নালিকুল লাইনের মধ্যে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ শেষ হতে আরও দেড় মাস সময় লাগবে। সেই কারণে এই লাইনের উপর দিয়ে যাতায়াতকারী হাওড়া থেকে বিভিন্ন লোকাল ট্রেন বাতিলের সময়সীমা বাড়াল পূর্ব রেল। এর আগে ৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল পূর্ব রেল। তবে সেই সময় বাড়ল আরও দেড় মাস।
পাওয়ার ব্লকের জন্য হাওড়া শাখার একাধিক লাইনে বাতিল ১৪ টি লোকাল, কোন কোন ট্রেন?
আজ রেলের তরফে নতুন করে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সিঙ্গুর ও নালিকুল লাইনের উপর দিয়ে যাতায়াতকারী ১৪টি লোকাল ট্রেন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। হাওড়া ডিভিশনের তারকেশ্বর, সিঙ্গুর, শেওড়াফুলি ও হরিপাল লাইনের আপ ও ডাউন বিভিন্ন লোকাল বাতিল থাকবে বলে পূর্বরেলের তরফে জানানো হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
৩৭৩০৭ আপ হাওড়া-হরিপাল লোকাল, হাওড়া- তারকেশ্বর লাইনে ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩০৫, ৩৭৩৪৩ আপ লোকাল এবং ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬ ডাউন তারকেশ্বর লোকাল বাতিল থাকবে।
এছাড়া, ৭টা ১৫ মিনিটে হাওড়া সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার ৩৭৩০৫ আপ সিঙ্গুর লোকাল বাতিল থাকবে। অন্যদিকে, হরিপাল থেকে হাওড়াগামী ডাউন ৩৭৩০৮ লোকাল বাতিল থাকবে। এই ট্রেন হরিপাল থেকে ছাড়ে সকাল সাড়ে ৮টায়। শেওড়াফুলি থেকে তারকেশ্বরগামী ৩০৪১১ ও ৩৭৪১৫ ট্রেন বাতিল থাকবে। সকাল ৫টা ১৫ মিনিট এবং সকাল ৮টা ২৫ মিনিটের শেওড়াফুলি-তারকেশ্বর লোকালও বন্ধ থাকবে। সিঙ্গুর থেকে ৩৭৩০৬ রাত ৯টা ৫ মিনিটের হাওড়াগামী ডাউন লোকালও বাতিল থাকবে। এতদিন ধরে এই লকালগুলি বাতিল থাকার ফলে সমস্যায় পড়বেন নিত্য যাত্রীরা।