সহজে ঋণ দেওয়ার টোপ দিয়ে মহিলা ব্যবসায়ীর ফোন হ্যাক করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। ধৃত প্রদীপ্ত দাস ও সৌরভ মণ্ডলকে জেরা করে এর পিছনে কোনও চক্র রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
মহিলা ব্যবসায়ীর অভিযোগ, মাস কয়েক আগে তাঁকে ফোন করে এক ব্যক্তি জানান, মোবাইল ফোনের মাধ্যমে সহজে ঋণ পেতে পারেন তিনি। সেজন্য ডাউনলোড করতে হবে একটি অ্যাপ। অ্যাপটি ইন্সটল করার পর মহিলা ব্যবসায়ীর ফোনের দখল নিয়ে নেয় ফোনের ওপারে থাকা ব্যক্তি। তার পর ফোনে থাকা যাবতীয় ফোন নম্বর ও ছবি চুরি করে নেয় সে। এর পর মহিলার কয়েকটি ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্তরা। যদিও মহিলা ব্যবসায়ীর দাবি, ছবিগুলি সুপারইম্পোজ করা। এভাবে মহিলার থেকে ৭ লক্ষ টাকা আদায় করে অভিযুক্তরা।
গত ২২ ডিসেম্বর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এর পর অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। রবিবার প্রদীপ্ত ও সৌরভকে ধরে তারা। প্রদীপ্ত মধ্যগ্রামের ও সৌরভ বানতলার বাসিন্দা।
ধৃতদের জেরা শুরু করেছেন গোয়েন্দারা। এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তা জানার চেষ্টা করছেন তাঁরা।