বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: ২০১০ সালের প্রাথমিকে বঞ্চিত ২০০ জন প্রার্থী, ভর্ৎসনা হাইকোর্টের, রিপোর্ট তলব

Calcutta High Court: ২০১০ সালের প্রাথমিকে বঞ্চিত ২০০ জন প্রার্থী, ভর্ৎসনা হাইকোর্টের, রিপোর্ট তলব

২০১০ সালের প্রাথমিকে বঞ্চিত ২০০ জন প্রার্থী, ভর্ৎসনা হাইকোর্টের, রিপোর্ট তলব

এই ২০০ জন প্রার্থী সর্বোচ্চ নম্বর পাওয়া সত্ত্বেও মেধা তালিকায় স্থান পাননি। তাই বিচারের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলার বয়ান থেকে জানা গিয়েছে, ২০১০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়োগের জন্য উত্তর ২৪ পরগনার ওই চাকরিপ্রার্থীরা আবেদন করেছিলেন।

২০১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০০ জন যোগ্য প্রার্থীকে মেধা তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সংক্রান্ত মামলায়।প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদের বঞ্চিত করা হল? তা জানতে পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন: ২০১৭, ২২ সালের টেটে প্রশ্ন ভুল খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট

অভিযোগ উঠেছে, এই ২০০ জন প্রার্থী সর্বোচ্চ নম্বর পাওয়া সত্ত্বেও মেধা তালিকায় স্থান পাননি। তাই বিচারের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলার বয়ান থেকে জানা গিয়েছে, ২০১০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়োগের জন্য উত্তর ২৪ পরগনার ওই চাকরিপ্রার্থীরা আবেদন করেছিলেন। সেই নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ২০১১ সালে। যদিও ওই বছর পরীক্ষা বাতিল করা হয়। বিজ্ঞপ্তির ৪ বছর পর ২০১৪ সালের ১৮ মার্চ লিখিত পরীক্ষা হয়। ওই বছরই ফল প্রকাশ হয়। পরে ২০১৪ সালের ১১ নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়।

মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, এই সমস্ত প্রার্থীদের সর্বোচ্চ নাম্বার থাকা সত্ত্বেও তাদের মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানান। এদিকে,পর্ষদের তরফে নথি জমা দেওয়া হয় হাইকোর্টে। সেই নথি দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।সে তথ্যে বলা রয়েছে, মামলাকারীরা বেশি নম্বর পেয়েছেন। তা সত্ত্বেও কেন তাদের বঞ্চিত করা হল? তাই নিয়ে পর্ষদের কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। এ বিষয়ে অবশ্য কোনও সন্তোষমূলক জবাব দিতে পারেনি পর্ষদ। তারপরে বিচারপতি আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলেছেন। উল্লেখ্য, এই মামলায় আগেই পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। এদিন রিপোর্ট জমা দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আরও  কিছুটা সময় চান পর্ষদের আইনজীবী। একই সঙ্গে যারা যারা নতুন করে মামলায় যুক্ত হয়েছেন তাদের মামলার রিপোর্টও আগামী সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.