বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাংলাদেশ থেকে ভারতে এল ইলিশের শেষ চালান, পুজো পর্যন্ত অভাব হবে না মাছের

বাংলাদেশ থেকে ভারতে এল ইলিশের শেষ চালান, পুজো পর্যন্ত অভাব হবে না মাছের

প্রতীকি ছবি

আমদানিকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যা ইলিশ মজুত রয়েছে তাতে পুজো পর্যন্ত মাছের অভাব হওয়ার কথা নয়। তবে দিন যত যাবে তত বাড়তে থাকবে মাছের দাম।

এবছরের শেষ চালানে বাংলাদেশ থেকে ভারতে এল ২০০ টন ইলিশ। শুক্রবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ১৫টি ট্রাকে করে এই ইলিশ ভারতে ঢুকেছে। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ আমদানি হয়েছে তাতে এবছর পুজোয় বাঙালির ইলিশের অভাব হওয়ার কথা নয়। 

করোনা সংক্রমণের জেরে বিদেশে ইলিশ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় এবছর ভারতে মাছ রফতানির ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। ১,৮৫০ মেট্রিক টন মাছ ভারতে পাঠানো যাবে বলে জানায় বাংলাদেশের হাসিনা সরকরা। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় মাছ আমদানি ধাপে ধাপে মাছ ঢুকলেও দাম তেমন পড়েনি। এখনো বাজারে ১,২০০ থেকে ১,৫০০ টাকায় বিকোচ্ছে বাংলাদেশের ইলিশ। 

আমদানিকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যা ইলিশ মজুত রয়েছে তাতে পুজো পর্যন্ত মাছের অভাব হওয়ার কথা নয়। তবে দিন যত যাবে তত বাড়তে থাকবে মাছের দাম। তাছাড়া আগামী বছর ফের মাছ রফতানির অনুমতি বাংলাদেশ সরকার দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

 

বন্ধ করুন