বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২১ জুলাইয়ের মঞ্চে নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী বিকাশরঞ্জনকে হুমকি দিলেন মমতা

২১ জুলাইয়ের মঞ্চে নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী বিকাশরঞ্জনকে হুমকি দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

এর পরই বিকাশবাবুর বিরুদ্ধে বার্থ ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলনেত্রী বলেন, ‘জিজ্ঞাসা করুন, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে, ওই ফাইলটা বার করব?

ফের একবার প্রকাশ্য মঞ্চে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিকাশবাবুকে আক্রমণ করেন তিনি। এমনকী তিনি কলকাতার মেয়র থাকাকালীন বার্থ সার্টিফিকেট দেওয়ার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন।

এদিন মমতা বলেন, ‘রোজ বিকাশবাবু গিয়ে বলছেন এটা কেটে দেও, ওটা কেটে দেও। দেখাচ্ছে, আহারে সাধু পুরুষ। ভাজা মাছটা উলটে খেতে জানে না’।

এর পরই বিকাশবাবুর বিরুদ্ধে বার্থ ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলনেত্রী বলেন, ‘জিজ্ঞাসা করুন, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে, ওই ফাইলটা বার করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন? না আমি দেখাবো? শুধু বলেছিলাম, বদলা নয় বদল চাই। বদলা নয় বলে আমরা এগুলো করিনি। এটা মাথায় রাখতে হবে’।

রাজ্যে নিয়োগদুর্নীতি সংক্রান্ত প্রায় সমস্ত মামলায় আইনজীবী হিসাবে আদালতে লড়াই করছেন বিকাশবাবু। তাঁর সওয়ালে আদালতে চোখের জলে নাকের জলে হচ্ছেন সরকারি আইনজীবীরা। তাঁর সওয়ালেই এখনো পর্যন্ত ৫টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অপসৃত হয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। বেআইনিভাবে নিযুক্ত প্রায় ১০০০ জনকে এখনো পর্যন্ত বরখাস্ত করেছে আদালত। তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীও।

 

বন্ধ করুন