দু’বছর হয়নি করোনাভাইরাসের জেরে। এবার তাই আগের মতোই ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলিত হবেন ধর্মতলার প্রাণকেন্দ্রে। এবার ঐতিহাসিক শহিদ সমাবেশ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। এমনকী ২১ জুলাই থেকেই শুরু হবে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি। তাই আগামী ১৭ জুন তৃণমূল ভবনে বসছে বৈঠক। তাতে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ডাকা হয়েছে দলের জেলা সভাপতিদেরও।
বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে? প্রত্যেক বছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। তবে গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ধর্মতলায় সমাবেশ করা যায়নি। করোনাভাইরাসের জেরে ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভার্চুয়াল মাধ্যমেই বক্তব্য রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটিতে সকলে ধর্মতলায় একত্রিত হয়ে শহিদ তর্পণ করেন। তারপর তৃণমূলনেত্রীর বার্তা নিয়ে নিজের এলাকায় ফেরেন কর্মীরা। এবার তা আরও বড় আকারে হতে চলেছে।
ঠিক কী জানা যাচ্ছে? তৃণমূল ভবন সূত্রে খবর, শহিদ সমাবেশ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। যেহেতু এখন জনজীবন স্বাভাবিক গতিতে চলছে তাই ধর্মতলায় সমাবেশ করলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এই সমাবেশ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তৃণমূল ভবন থেকে জেলা সভাপতিদের কাছে ২১ জুলাইয়ের বার্তা দেওয়া হবে।
এবার চমক কী থাকবে? সূত্রের খবর, প্রত্যেক বছর ২১ জুলাই চমক দেয় তৃণমূল কংগ্রেস। এবার চমকের পরিধি আরও বাড়তে পারে। কারণ হ্যাট্রিক করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ২০০ আসন জয়ের টার্গেট অস্তমিত হয়ে গিয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই সমাবেশ থেকে বিজেপিকে হারানোর বার্তা দেবে জোড়াফুল শিবির।