লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজনীতি থেকে 'বিরতি' নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক জানিয়েছিলেন, চিকিৎসার জন্য রাজনীতি থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি। এরপর আজকে, একুশের মঞ্চে ফের সক্রিয় রাজনীতিতে পদার্পণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরতি নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছিল। এরই মাঝে নিজের ভাষণে অভিষেক জানিয়ে দিলেন, এই 'বিরতির' সময় তিনি করছিলেন। পাশাপাশি আগামী তিন মাসে তার বিরতির 'রেজাল্ট' দেখা যাবে বলেও জানালেন অভিষেক। অভিষেক দাবি করেন, এই বিরতিতে তিনি পর্যালোচনা করছিলেন। এবং সেই পর্যালোচনার ফলাফল শীঘ্রই সবার সামনে উঠে আসবে। (আরও পড়ুন: ২১-এর সকালে ২৬-এর 'প্রতিপক্ষ' চিহ্নিত করলেন অভিষেক, বার্তা তৃণমূল সরকারকে)
আরও পড়ুন: পেট্রাপোলে বন্ধ বাণিজ্য, বাংলাদেশ থেকে মাছ আসছে না এপারে, লোকসান কয়েক কোটি টাকার
লোকসভা ভোটে বিজেপির ফল নিয়ে কটাক্ষ করে অভিষেক বলেন, 'জনগণের গর্জন কী, তা ৪ জুন পুরো ভারতকে দেখিয়েছেন বাংলার মানুষ। সেই জয়ের কারিগর যদি কেউ হন, তাহলে সেটা তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। যাঁরা ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে আজ এসেছেন। এই জয়টা আমাদের নেত্র্রীর পায়ে সমর্পণ করছি। ২০১৬ সালে কলকাতায় বিজেপি সভা করে বলেছিলেন যে 'ভাগ, ভাগ মমতা, ভাগ'। আজ তাঁদের যোগ্য শিক্ষা দিয়েছেন বাংলার মানুষ। মানুষকে যাঁরা উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, বাংলার মানুষ তাঁদের উচিত শিক্ষা দিয়েছেন। বিজেপি বিভিন্ন জায়গায় সভা করে বলেছিল যে তৃণমূল নেতাদের টাইট দেবে। বলেছিল, ইডি-সিবিআইয়ের হাতে যে স্ক্রু ড্রাইভার আছে, সেটার থেকে মানুষের হাতে স্ক্রু ড্রাইভার এবং হাতুড়ি অনেক বেশি শক্তিশালী।' (আরও পড়ুন: 'SC-র প্রধান বিচারপতি বলেন, দ্রুত বিচার করতে হবে...', ডিএ মামলায় নয়া মোড়)
অভিষেক এদিন আরও বলেন, 'তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে পুরো বাংলাকে ছোট করেছিল বিজেপি। ভোটের আগে সন্দেশখালি নিয়ে দেশের কাছে বাংলাকে ছোট করতে চাইছিল বিজেপি। কিন্তু সেখানেই তিন লাখের বেশি ভোটে হেরেছে বিজেপি।' এদিকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, 'এখন থেকেই ছাব্বিশের প্রস্তুতি নিতে হবে। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের বলছি যে কর্মীদের কথা ভাবতে হবে। আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে ভোটের ফল খারাপ হলে ব্যবস্থা নেওয়া হবে। নিজের নির্বাচনে যে পরিশ্রমটা করেন, সেটা বাকি নির্বাচনেও করতে হবে।'
এদিকে ডায়মন্ড হারবারে তাঁর ব্যক্তিগত জয়ের জন্যে ভোটার এবং তৃণমূল কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, 'এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন।'