বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বেলেঘাটা ID-তে একদিনে করোনা আক্রান্ত ২৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী

বেলেঘাটা ID-তে একদিনে করোনা আক্রান্ত ২৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী

ফাইল ছবি

কলকাতায় হাসপাতালে করোনার সংক্রমণ নতুন কিছু নয়, NRS, মেডিক্যাল কলেজ-সহ একাধিক সরকারি হাসপাতালে একের পর এক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।

ফের করোনার থাবা কলকাতার হাসপাতালে। আর এবারে একেবারে করোনার বিরুদ্ধে যুদ্ধের মূল ঘাঁটিতে হানাদারি ভাইরাসের। এক দিনে বেলেঘাটা আইডিতে করোনায় আক্রান্ত ২৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী। যার ফলে হাসপাতালের পরিষেবার প্রভাব পড়তে পারে বলে মনে করছে স্বাস্থ্যভবন। 

হাসপাতালের সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭ জন নার্স। আক্রান্তদের মধ্যে ৫ জনের উপসর্গ বাড়াবাড়ি থাকায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে আইসোলেশনে। 

কলকাতায় হাসপাতালে করোনার সংক্রমণ নতুন কিছু নয়, NRS, মেডিক্যাল কলেজ-সহ একাধিক সরকারি হাসপাতালে একের পর এক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।  তাদের মধ্যে শহিদ হয়েছেন অন্তত ১৩ জন করোনাযোদ্ধা। 

মঙ্গলবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালেই মৃত্যু হয় SSKM হাসপাতালের ৪১ বছর বয়সী নার্স প্রিয়াঙ্কা মণ্ডলের। শহিদ করোনাযোদ্ধার ৬ বছরের একটি সন্তান রয়েছে। 

 

বন্ধ করুন