বেলঘরিয়ার রথতলায় ব্যস্ত রাস্তায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিহার থেকে ৩ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। ধৃতদের ট্রানজিট রিম্যান্ডে কলকাতা আনা হয়েছে। বিহারে জেলবন্দি সুবোধ সিং নামে এক কুখ্যাত অপরাধীর নির্দেশে ধৃতরা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। ধৃতদের শনিবার বারাকপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন - বিহারে প্রশ্নফাঁসে বাংলা থেকে গ্রেফতার ৩, যোগ থাকতে পারে নিট দুর্নীতিরও
পড়তে থাকুন - মনে রাখতে হবে পৃথিবীটা গোল, শপথ জটিলতা নিয়ে বিমানকেই দুষলেন শুভেন্দু
গত ১৫ জুন বেলঘরিয়ার রথতলা মোড়ে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তখন গাড়ি করে কলকাতা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন অজয়বাবু। গাড়িতে ছিলেন তিনি ও চালক। তবে গুলিতে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় হাজার মানুষের মধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে বেলঘরিয়া থানার পুলিশ জানতে পারে সুবোধ সিং নামে এক দুষ্কৃতী দিন কয়েক আগে তাঁকে ফোন করে টাকা চেয়ে হুমকি দিয়েছিল। সেই সূত্র ধরে তদন্ত করে বিহারের বাসিন্দা দুষ্কৃতী সাহিল কুমার, অঙ্কিত কুমার ও রাহুল কুমারের খোঁজ পান গোয়েন্দারা। বিহারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ট্রানজিট রিম্যান্ডে ব্যারাকপুরে নিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৮৪, ৩৮৬, ১২বি ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে অস্ত্র আইনের ধারাও যোগ করা হয়েছে।
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্ক করেছিলে, সেই স্কুলের প্রধান শিক্ষিকার কাছেই এল ছাত্রীদের নগ্ন ছবি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলে বসেই ফোনে বিভিন্ন জায়গায় তোলাবাজি চক্র চালান তিনি। ধৃতরা তার নির্দেশেই কাজ করে। শনিবার ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।