কলকাতা লাগোয়া এলাকায় বিস্ফোরণে আহত ৩ কিশোর। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে পাটুলি থানা এলাকায় কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে। কী থেকে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, কালীপুজোর পরদিন সকালে পাটুলি মেলার মাঠে খেলছিল কয়েকজন স্থানীয় কিশোর। তখনই প্রবল শব্দ শুনতে পান স্থানীয়রা। আসেপাশের বাড়ির দেওয়াল কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। ধোঁয়ায় ঢেকে যায় মাঠ। ছুটে আসেন স্থানীয় যুবকরা। দেখতে পান, মাটিতে পড়ে ছটফট করছে ৩ কিশোর। তাদের একজনের নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। বিস্ফোরণস্থল ঘিরে দেয় তারা। তখনও পড়ে ছিল বোমার সেই অংশ।
স্থানীয়রা জানাচ্ছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দ পাই। মনে হয় খেলতে খেলতে ওই কিশোররা কিছু দেখতে পেয়েছিল। সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতেই বিস্ফোরণ হয়েছে।
ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, ওই মাঠে রোজ কয়েক হাজার মানুষ খেলা করেন, হাঁটাহাঁটি করেন আড্ডা দেন। সেখানে বোমা পড়ে থাকায় তাঁরা আতঙ্কিত।
আহত ৩ কিশোরকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ। বোমাই বিস্ফোরণ হয়েছে না কি সেখানে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।