ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তি পেলেন ৩২ হাজার চাকরিহারা প্রাথমিক শিক্ষক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর আগামী সেপ্টেম্বর মাস বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এক নজরে দেখে নেওয়া যাক এই মামলার বিচারপ্রক্রিয়ার ক্রম।
চাকরিপ্রার্থীদের মামলা
প্রিয়াঙ্কা নস্কর-সহ ১৪০ জন চাকরিপ্রার্থী ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা করেন। চাকরিপ্রার্থীরা অভিযোগ তোলেন, ইন্টারভিউয়ে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কথা থাকলেও বহু ক্ষেত্রে তা নেওয়া হয়নি।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
২০১৬ সালে প্রাথমিক শিক্ষক পদে মোট নিয়োগ হয় ৪২,৫০০ জন। এঁদের মধ্য প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন ৬,৫০০জন। গত শুক্রবার বাকি ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি জানান, আগামী চার মাস তাঁরা পার্শ্বশিক্ষক হিসাবে কাজ করবেন। সেই মতো তাঁরা বেতন পাবেন। নতুন করে ইন্টারভিউতে ওই শিক্ষকরা পাশ করলে তবে আবার তাঁরা চাকরি পাবেন।
লেখার ভুলে
সোমবার মামলাকারীদের আইনজীবী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, মোট প্রশিক্ষণহীন চাকরি প্রার্থীদের সংখ্যা ৩৬ হাজার নয় ৩২ হাজার। টাইপোগ্রাফির (লেখার ভুলে) অনেক প্রশিক্ষিতের নাম অপ্রশিক্ষিতের তালিকায় ঢুকে পড়ে।
ডিভিশন বেঞ্চে পর্ষদ
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞে এই মামলার শুনানি হয়। শুনানিতে বেঞ্চ বলে, কাউকে তো নেকড়ের মুখে ফেলে দেওয়া হয়নি। আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
চাকরিহারাদের যুক্তি
শুক্রবার ডিভিশন বেঞ্চে চাকরিহারাদের দাবি ছিল, নিয়োগের সময় বিজ্ঞপ্তিতে লেখা ছিল, চাকরি পাওয়ার দুবছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে শিক্ষকদের। তাই প্রশিক্ষণহীন অবস্থা চাকরিতে যোগ দিয়ে তাঁরা কোন আইন ভাঙেননি।
বে়ঞ্চের নির্দেশ
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ২৩ সেপ্টম্বর পর্যন্ত ৩২হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। বেঞ্চ নির্দেশ দিয়েছে বিচারপ্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে চলতে হবে। (বিস্তারিত পড়ুন। প্রাথমিকে ৩২০০০ চাকরি বাতিলের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের )