বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC: ৩৮১ জন ভুয়ো নিয়োগ, বাগ কমিটির রিপোর্ট পেশ, রায় বুধবার কলকাতা হাইকোর্টে

SSC: ৩৮১ জন ভুয়ো নিয়োগ, বাগ কমিটির রিপোর্ট পেশ, রায় বুধবার কলকাতা হাইকোর্টে

স্কুল সার্ভিস কমিশনের (‌এসএসসি)‌ নিয়োগ মামলা। (HT_PRINT)

এই মামলায় বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নম্বর বাড়িয়ে এবং ওএমআর সিটে গণ্ডগোল করে নিয়োগ করা হয়েছে। মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, বাগ কমিটির রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে, বড় দুর্নীতি হয়েছে এই নিয়োগে।

আবার ভুয়ো নিয়োগের অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের (‌এসএসসি)‌ গ্রুপ–সি এবং গ্রুপ–ডি নিয়োগ মামলায় গঠন করা হয়েছিল বাগ কমিটি। আজ, শুক্রবার সেই কমিটি রিপোর্ট পেশ করল কলকাতা হাইকোর্টে। এদিন হাইকোর্টে রিপোর্ট পেশ করে কমিটির আইনজীবী জানান, গ্রুপ সি–তে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে।

ঠিক কী বক্তব্য বাগ কমিটির?‌ এদিন তাঁদের জমা দেওয়া রিপোর্টে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। আর এই কমিটি একটি তালিকা জমা দিয়ে তাঁদের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করেছে। আজ, কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বাগ কমিটির রিপোর্ট পেশ করেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করেছে। এমনকী তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। আর বাকিরা পাশ করতে পারেননি।

এসএসসি নিয়ে আদালত কী বলল?‌ আজ, এই রিপোর্ট জমা পড়ার পর এসএসসি নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল ডিভিশন বেঞ্চ। এই মামলার ১৮ মে রায় ঘোষণা হবে। এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, একক বেঞ্চ পুলিশের উপর আস্থা রাখছে। আবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পারেনি এমন তো ঘটেনি। বিভাগীয় বা অপরাধ হোক পুলিশ এই তদন্ত করতেই পারে।

এই মামলায় বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নম্বর বাড়িয়ে এবং ওএমআর সিটে গণ্ডগোল করে নিয়োগ করা হয়েছে। মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, বাগ কমিটির রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে, বড় দুর্নীতি হয়েছে এই নিয়োগে। আর উপরতলার নির্দেশ ছাড়া এটা সম্ভব নয়। আজ, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি ডিভিশন বেঞ্চ স্কুলে গ্ৰুপ–সি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করে।

রিপোর্টে কাদের নাম রয়েছে?‌ এই রিপোর্টে যাঁদের নাম আছে তাঁরা হলেন—এসএসসির প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, চেয়ারম্যান সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক কুমার সাহা, এসএসসি’‌র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচর্য। এছাড়া কমিশনের আঞ্চলিক চেয়ারম্যান শর্মিলা মিত্র, শুভজিত চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন, মহুয়া বিশ্বাস, চৈতালি ভট্টাচার্য, বোর্ডের টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েকের নামও আছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট বিরাটের রানের খিদেটা এখনও আগের মতোই রয়েছে: কোহলির সমালোচকদের একহাত নিলেন গম্ভীর ‘দ্বিতীয় বউ হবেন নাকি দেহব্যবসা করবেন’ জাকির নায়েকের মন্তব্যে রেগে আগুন আলি জাফর ক্ষতির মুখে! ধর্মা প্রোডাকশন কিনে নিচ্ছে রিলায়েন্স? তবু করণ জোহর বলছেন… ‘অনেক বই পড়ে, যুক্তি তর্ক শুনেই মুসলমান হয়েছি’, সাফ কথা সারার ডিভোর্স জল্পনার মাঝে একফ্রেমে হাসিখুশি! জানেন অভিষেকের চেয়ে বয়সে কত বড় ঐশ্বর্য? ‘গালাগালি হল লঙ্কার মতো’, ঘুরিয়ে কৌতুকশিল্পীদের কি অপমান করলেন জাভেদ আখতার গভীর রাতে আগুন সিংটাম চা বাগানে, পুড়ে ছাই শতাব্দী প্রাচীন ম্যানেজারের বাংলো দেওয়ালির আগে সোনার দাম আকাশছোঁয়া, চমকাচ্ছে রুপোও পুজোর জামাকাপড়ে বেকায়দায় খাবারের দাগ? এভাবে উধাও হবে সহজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.