বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বুধবার পশ্চিমবঙ্গে ৩৯১ জন করোনা পজিটিভ রোগীর খোঁজ, সংক্রমণে মৃত ১১

বুধবার পশ্চিমবঙ্গে ৩৯১ জন করোনা পজিটিভ রোগীর খোঁজ, সংক্রমণে মৃত ১১

বুধবার কলকাতার এক পরীক্ষাকেন্দ্রে সোয়্যাব নমুনা সংগ্রহে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা। ছবি: পিটিআই। (PTI)

রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা আপাতত ৫,৭৭৭ এবং সুস্থ হয়ে উঠেছেন মোট ৬,৫৩৩ জন।

বুধবার পশ্চিমবঙ্গে ৩৯১ জন নতুন করোনা পজিটিভ রোগীর খোঁজ পাওয়া গিয়েছে এবং সংক্রমণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব রাজীবা সিনহা।

এ দিন নবান্ন থেকে প্রকাশিত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক করোনা পরিসংখ্যান জানাতে গিয়ে সচিব বলেন, ৩৯১টি নতুন করোনা পজিটিভ কেসের খবর পাওয়ায় রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা আপাতত ৫,৭৭৭ এবং সুস্থ হয়ে উঠেছেন মোট ৬,৫৩৩ জন। করোনায় রাজ্যে মোট মৃতের সংখ্যা ৫০৬। মোট করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ১১,৯০৯।

এ দিনই আবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, ঘরে ঘরে সমীক্ষা চালিয়ে কমপক্ষে ২ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে যাঁরা ইনফ্লুয়েঞ্জা সদৃশ অসুখ (ILI) অথবা তীব্র শ্বাসকষ্টজনিত সংক্রমণে (SARI) ভুগছেন।

 

বন্ধ করুন