প্রতারণার নিত্য নতুন কায়দার কথা শোনা যাচ্ছে। এবার একেবারে প্রতারণার ফাঁদে পড়লেন প্রাক্তন বিধায়ক তন্ময় মণ্ডল। তাঁকে রীতিমতো বোকা বানিয়ে অভিযুক্ত প্রতারকরা অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। তাঁর অভিযোগ সব মিলিয়ে তাঁর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। তিনি বাগুইআটি থানায় এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাৎপর্যপূর্ণভাবে তার মধ্যে তিনজনই মহিলা। ধৃতদের নাম সুমিত্রা সাহা, জয়শ্রী দাস, সুনীতা দে ও তুহিন সামন্ত।
বিধায়কের অভিয়োগ পাওয়ার পরে তদন্তে নামে পুলিশ। এরপর কলকাতার হেয়ার স্ট্রিট থানার একটি বহুতলে পুলিশ হানা দেয়। এরপর একটি বিমা কোম্পানির অফিসে হানা দিয়ে পুলিশ সেখান থেকে চারজনকে গ্রেফতার করে। কিন্তু কীভাবে এই প্রতারণার ফাঁদে পা দিলেন প্রাক্তন বিধায়ক?
অভিযোগ, তারা প্রাক্তন বিধায়ককে জানিয়েছিল তারা সিকিউরিটি সংস্থার সঙ্গে যুক্ত। এমনকী বিমা কোম্পানির সঙ্গে যুক্ত বলেও তারা জানিয়েছিল। সেক্ষেত্রে তারা নানা সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিল। এরপর বিধায়ক একাধিকবার তাদের টাকা পাঠান বলে অভিযোগ। কিন্তু সেই টাকা আর ফেরৎ পাচ্ছেন না তিনি। অগত্যা পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপর পুলিশ তদন্তে নেমে বিভিন্ন জায়গায় খোঁজখবর করে। এরপর পুলিশ এই সিকিউরিটি সংস্থার খোঁজ পায়। তবে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত সেটাও দেখা হচ্ছে। অন্য়দিকে ওই চক্রের লোকজন আর কাউকে ফাঁসিয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বিগত দিনে রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তন্ময় মণ্ডল। সেই প্রাক্তন বিধায়কের পকেটই কার্যত খালি করে দিল প্রতারকরা। অভিযোগ এমনটাই। এমনকী একেবারে কোটি টাকা হাওয়া করে দিয়েছে তারা। গত ২২মার্চ এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। তবে পুলিশ ইতিমধ্য়েই চারজনকে গ্রেফতার করতে পেরেছে। এটাই স্বস্তির অনেকের কাছে।