_1596127131568_1596127138476.jpg)
১৪০০ লিটার ভেজাল স্যানিটাইজার আটক করল কলকাতা পুলিশ
১ মিনিটে পড়ুন . Updated: 30 Jul 2020, 10:10 PM ISTদুইজনকে গ্রেফতার করা হয়েছে এই জাল স্যানিটাইজার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে।
দুইজনকে গ্রেফতার করা হয়েছে এই জাল স্যানিটাইজার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে।
মধ্য কলকাতার দুটি দোকান থেকে ১৪০০ লিটার ভেজাল স্যানিটাইজার আটক করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনার জেরে এখন বাজারে স্যানিটাইজারের মারাত্মক চাহিদা। সেটার সুযোগ নিয়ে এরকম চক্র চালাচ্ছে অসাধু লোকজন। কলকাতা পুলিশের এক বরিষ্ঠ অফিসার জানান যে আগে থেকে তথ্য পেয়ে তারা দুটি দোকানে হানা দেন। সেখান থেকেই উদ্ধার করা হয় ১৪০০ লিটার ভেজাল স্যানিটাইজার।
বিভিন্ন বোতলে এই স্যানিটাইজার ভরা ছিল। কিন্তু ছিল না কোনও লেবেল বা ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট। পুলিশ জিজ্ঞেস করায় কাগজ পত্র দেখাতে পারেনি অভিযুক্ত দুইজন।
রাজীব পঞ্জাবি ও জিয়াউদ্দিন বাশা বলে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাসায়নিক ওখানে মিশিয়ে টিনে ও ড্রামে জমা করা হত যেটা ক্ষতিকারক বলে মনে হচ্ছে বলে জানান পুলিশ অফিসার।
দুই ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে এই চক্রের সঙ্গে আরো কারা যুক্ত আছে সেটা জানার জন্য।