কলকাতার বেসরকারি স্কুলে মৃত্যু হল একটি শিশুর। প্রাক প্রাথমিক বিভাগে পড়ত ৪ বছরের শিশুটি। শুক্রবার স্কুলে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এর পর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে শিশুটির মৃত্যু হল তা জানতে দেহের ময়নাতদন্ত হবে।
আরও পড়ুন - শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত
পড়তে থাকুন - মালদায় কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হাতুড়ে ডাক্তার, ৯ দিনেই চার্জশিট দিল পুলিশ
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও স্কুলে বাসে করে স্কুলে যায় শিশুটি। স্কুলে গিয়েই বমি করতে শুরু করে সে। এর পর ধীরে ধীরে সংজ্ঞাহীন হয়ে যায়। স্কুলের তরফে সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে শিশুটি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল। কিছুটা সুস্থ হওয়ায় শুক্রবার তাকে স্কুলে পাঠান বাবা - মা। কী কারণে শিশুটির মৃত্যু হল তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার কথা শিশুটির বাবা - মাকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পুলিশের তরফেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন - ‘ইহা পে আরজি কর হো জায়েগা’, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি
শিশুটির মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। যে বাসে করে শিশুটি স্কুলে এসেছিল সেখানে থাকা অন্য ছাত্রদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হবে বাসের চালক ও কন্ডাক্টরকেও।