কলকাতায় অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাঙ্কের ব্রাঞ্চে আর্থিক তছরুপের অভিযোগ উঠল। জানা গিয়েছে, অফিস অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেন ব্যাঙ্কেরই কর্মীরা। ঘটনায় পাঁচ ব্যাঙ্ক কর্মীকে বরখাস্ত করা হয়। এদিকে পেনশন অ্যাকাউন্ট থেকেও নিয়ম বহির্ভূত ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় নথি জমা না দিতে পারায় অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২০ সালে ৯ সেপ্টেম্বর আর্থিক তছরুপের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। কলকাতার লেনিন সরণীতে অবস্থিত সোনালী ব্যাঙ্কের ব্রাঞ্চের অফিস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তা অন্য এক ভুয়ো অ্যাকাউন্টে জমা রাখা হয়। জানা গিয়েছে অভিযুক্তেক এক প্রতিবেশীর নামে অ্যাকাউন্ট খোলা হয়। তাতে টাকাগুলো রাখা হয়েছিল। অভিযোগ, ব্যাঙ্কের দায়িত্বে থাকা কর্মীরাই এই জালিয়াতি করেন। পরে ব্যাঙ্কের অভ্যন্তরীণ অডিটে বিষয়টি ধরা পড়লে ঢাকায় ব্যাঙ্কের প্রধান শাখায় অভিযোগ জানানো হয়। পাশাপাশি আরবিআইতে অভিযোগ জানানো হয়।
এরপরই পাঁচ ব্যাঙ্ক কর্মীকে বরখাস্ত করা হয় সোনালী ব্যাঙ্কের তরফে। বরখাস্ত হওয়া ব্যাঙ্ক কর্মীদের মধ্যে রয়েছে তিনজন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান পর্যায়ের অফিসার, একজন করে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। বরখাস্ত হওয়া পাঁচজনই ভারতীয়। তাদের বাড়ি কলকাতা, কামারহাটি, উলুবেড়িয়া এলাকায়। এদিকে ঘটনায় অভিযুক্তরা তাদের বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্ত শুর হয়েছে।