স্কুলবাসে ঘুমিয়ে পড়েছিল ছাত্রী। ঘুম ভাঙতেই দেখে বাস ফাঁকা, দরজাও লাগানো রয়েছে। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় পাঁচ বছর বয়সি ওই ছাত্রীটি। অবশেষে এক পথচারীর তৎপরতায় ওই ছাত্রীকে বাস থেকে বাইরে আনা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এরজন্য পুলকার অপারেটরকে দায়ী করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি নিউ টাউনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের।
বাসের চালকের দাবি, ওই শিশুটি বাসের একেবারে পিছনের সিটে ছিল। তখনই সে ঘুমিয়ে পড়েছিল। অন্যান্য পড়ুয়াদের বাস থেকে নামানো হলেও ওই ছাত্রীকে বাস থেকে নামাতে তিনি ভুলে যান বলে স্বীকার করেছেন। ওই পথচারী জানান, তিনি প্রতিদিনকার মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তখন নিউ টাউনের ১৮ টালা মার্কেটের কাছে ওই ফাঁকা বাসের মধ্যে থেকে একটি শিশুর কান্না শুনতে পান। তিনি দেখেন বাসের মধ্যে ছোট্ট শিশুটি রয়েছে। জানালাতে ধাক্কা মেরে বাইরে বের করার জন্য অনুরোধ জানাচ্ছিল। এরপরেই পাশের একটি চায়ের দোকানে ওই বাসের চালককে খুঁজে পান তিনি। পরে ওই শিশুকে বাস থেকে নামিয়ে আনা হয়।
এই ঘটনার পরেই স্কুলের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত স্কুল বাস জিপিএস রয়েছে। তার মাধ্যমে বাসের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। তবে বাস থেকে কোনও বাচ্চা নামল কি না তা নিয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি, এর জন্য পুল কার অপারেটরের অবহেলাকে দায়ী করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও ঘটনায় ওই শিশুর অভিভাবকরা শুক্রবার গভীর রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেননি বলেই জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই বাসের চালক নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। এনিয়ে ওই বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।