বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ঘুমন্ত ছাত্রীকে স্কুলবাস থেকে নামতেই ভুলে গেলেন চালক, উদ্ধার করল নিউটাউনের স্থানীয়রা

ঘুমন্ত ছাত্রীকে স্কুলবাস থেকে নামতেই ভুলে গেলেন চালক, উদ্ধার করল নিউটাউনের স্থানীয়রা

ছাত্রীকে বাসের মধ্যে রেখে দেওয়ার অভিযোগ চালকের বিরুদ্ধে। প্রতীকী ছবি

ওই শিশুটি বাসের একেবারে পিছনের সিটে ছিল। তখনই সে ঘুমিয়ে পড়েছিল। অন্যান্য পড়ুয়াদের বাস থেকে নামানো হলেও ওই ছাত্রীকে বাস থেকে নামাতে তিনি ভুলে যান বলে স্বীকার করেছেন। ওই পথচারী জানান, তিনি প্রতিদিনকার মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন।

স্কুলবাসে ঘুমিয়ে পড়েছিল ছাত্রী। ঘুম ভাঙতেই দেখে বাস ফাঁকা, দরজাও লাগানো রয়েছে। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় পাঁচ বছর বয়সি ওই ছাত্রীটি। অবশেষে এক পথচারীর তৎপরতায় ওই ছাত্রীকে বাস থেকে বাইরে আনা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এরজন্য পুলকার অপারেটরকে দায়ী করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি নিউ টাউনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের।

বাসের চালকের দাবি, ওই শিশুটি বাসের একেবারে পিছনের সিটে ছিল। তখনই সে ঘুমিয়ে পড়েছিল। অন্যান্য পড়ুয়াদের বাস থেকে নামানো হলেও ওই ছাত্রীকে বাস থেকে নামাতে তিনি ভুলে যান বলে স্বীকার করেছেন। ওই পথচারী জানান, তিনি প্রতিদিনকার মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তখন নিউ টাউনের ১৮ টালা মার্কেটের কাছে ওই ফাঁকা বাসের মধ্যে থেকে একটি শিশুর কান্না শুনতে পান। তিনি দেখেন বাসের মধ্যে ছোট্ট শিশুটি রয়েছে। জানালাতে ধাক্কা মেরে বাইরে বের করার জন্য অনুরোধ জানাচ্ছিল। এরপরেই পাশের একটি চায়ের দোকানে ওই বাসের চালককে খুঁজে পান তিনি। পরে ওই শিশুকে বাস থেকে নামিয়ে আনা হয়।

এই ঘটনার পরেই স্কুলের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত স্কুল বাস জিপিএস রয়েছে। তার মাধ্যমে বাসের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। তবে বাস থেকে কোনও বাচ্চা নামল কি না তা নিয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি, এর জন্য পুল কার অপারেটরের অবহেলাকে দায়ী করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও ঘটনায় ওই শিশুর অভিভাবকরা শুক্রবার গভীর রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেননি বলেই জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই বাসের চালক নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। এনিয়ে ওই বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

ডাইনি অপবাদ দিয়ে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালেন সমর্থকরা… ‘‌রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি’‌, ধরনা মঞ্চে ঘোষণা মমতার ‘কালীঘাটের ডা*নি তদন্ত করতে দেয়নি’, ‘সল্টলেকের দেওয়ালের লিখনে’ ক্ষুব্ধ তৃণমূল! ৫০ কিমি দূরে গভীর নিম্নচাপ, শনির দশা কলকাতার ওপর, কমলা সতর্কতা তিলোত্তমায় ‘কষ্ট হচ্ছে…’, গৌতমের বেণীমাধব বিতর্কে লোপামুদ্রার গর্জন, কোন ভুলে চাইলেন ক্ষমা? পিছিয়ে পড়েও দুরন্ত জয়! হরমনপ্রীতের জোড়া গোলে পাক বধ! হকিতে টানা ৫ ম্যাচ জয়… গোবিন্দাকে কাছ থেকে দেখার লোভ, পরিচারিকা সেজে অভিনেতার বাড়ি হাজির ভক্ত! তারপর…? আজ পরিবর্তিনী একাদশীত, ধন লাভের এই সহজ ৬ ব্যবস্থা করবে শূন্য ভান্ডার পূর্ণ আন্দোলনকারীদের কাছে যেতেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় রানা, নেটিজেনরা সতর্ক করলেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.