ফের একবার কলকাতা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। রিপোর্ট অনুযায়ী, শিয়ালদা স্টেশনের বাইরে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, সেই ব্যক্তিকে ধরতে অভিযান চালিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ৮ রাউন্ড গুলিও মিলেছে তার কাছ থেকে। জানা যায়, ধৃতের নাম হাসান শেখ। সে মালদার বাসিন্দা। হাটে বাজারে এক্সপ্রেসে করে সে শিয়ালদা এসেছিল। (আরও পড়ুন: চিনের থেকে নয়া হাঙর শ্রেণির সাবমেরিন পেল পাকিস্তান, ভারত কি চিন্তায় পড়বে?)
আরও পড়ুন: দিঘায় মুসলিমরাও যায়, জগন্নাথ মন্দিরের পাশাপাশি সেখানে মসজিদ তৈরি হোক: ত্বহা
আরও পড়ুন: বাংলায় ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল? দাবি রিপোর্টে
রিপোর্ট অনুযায়ী, ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনের বাইরে হাসান শেখকে আটক করেন এসটিএফ সদস্যরা। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এই হাসান। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালান তন্তকারীরা। ব্যাগে প্রচুর জামা কাপড়ের মধ্যে লোকানো ছিল একাধিক আগ্নেয়াস্ত্র। গুনে দেখা যায়, মোট ৬টি বন্দুক ছিল সেই ব্যাগে। এই বেআইনি অস্ত্রগুলি বিহার থেকে সে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। এরপর মালদার কালিয়াচক থেকে ট্রেনে উঠেছিল হাসান। শিয়ালদা স্টেশনের কাছেই সেই সব বন্দুক এবং গুলির সিজার লিস্ট তৈরি করেন এসটিএফ সদস্যরা। সেই সময় সামনেই বসিয়ে রাখা হয়েছিল হাসানকে। (আরও পড়ুন: ৪০টি চিনা J35A যুদ্ধবিমান হাতে পাবে পাক, হোতানে মোতয়েন J20, জবাবে কী করছে ভারত?)
আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদে যন্তর মন্তরে হবে বিক্ষোভ; 'অগণতান্ত্রিক', বললেন জগদম্বিকা
আরও পড়ুন: বিস্ফোরণের পর RPG হামলা, বালোচিস্তানে ৯০ জওয়ানকে মারার দাবি BLA-র, পাক সেন বলল…
এদিকে ধৃত হাসানকে জেরা করে জানা গিয়েছে, বিহারের খাগাড়িয়ায় তৈরি করা হয়েছিল এই আগ্নেয়াস্ত্রগুলি। সেখান থেকে সড়কপথে মানসিং নিয়ে আসা হয়েছিল সেগুলি। আর এরপর ট্রেনে করে হাসান সেগুলি কলাতায় নিয়ে আসা হয়েছিল। আজ, সোমবারই আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। তবে এই বিপুল অস্ত্রশস্ত্র হাসান কার কাছে নিয়ে যাচ্ছিল, তা এখনও জানা যায়নি। এই আবহে ধৃতকে জেরা করছেন গোয়েন্দারা। আজ আদালতে হাসানকে নিজেদের হেফাজতে চাইতে পারেন গোয়েন্দারা। এদিকে শিয়ালদা স্টেশন ও লাগোয়া অঞ্চলে সাম্প্রতিক অতীতে একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এই আবহে রেল রুটে কলকাতায় বেআইনি অস্ত্র পাচারের বিষয়টি ভাবাচ্ছে গোয়েন্দাদের।