6th Pay Commission DA Hearing: আজ ফের শুনানি হবে DA মামলার, পুজোর আগে হাসি ফুটবে কর্মীদের মুখে?
Updated: 09 Sep 2022, 10:59 AM ISTসম্প্রতি হলফনামা জমা দিয়ে হাই কোর্টে রাজ্য সরকার দাবি করেছিল, কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। সেই অবস্থানে অনড় থাকল রাজ্য সরকার। এই আবহে আজকে ফের শুনানি হবে এই মামলার। আজকের শুনানিতে কর্মচারীদের কথা শুনবে উচ্চ আদালত।