বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > HIDCO: আলিপুর, রাজারহাটের পর টলিগঞ্জের ৭.৪ একর জমি ই-নিলাম করবে হিডকো

HIDCO: আলিপুর, রাজারহাটের পর টলিগঞ্জের ৭.৪ একর জমি ই-নিলাম করবে হিডকো

হিডকো ভবন। ফাইল ছবি

রাজ্য সরকার আবাসিক বা বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির জন্য প্লটটি ৯৯ বছরের লিজের ভিত্তিতে নিলাম করতে চায়৷ এমনকি পরবর্তী সময়ে সরকার প্লটটির পুনর্নবীকরণ বা লিজের মেয়াদ ৯৯ বছরেরও বেশি সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে। তবে সেক্ষেত্রে সরকারের জমি বরাদ্দ নীতি অনুযায়ী কিছু শর্ত থাকবে।

আলিপুর, রাজারহাটে জমি সফলভাবে ই-নিলামের পর এবার টলিগঞ্জের বিএল সাহা রোডে জমি ই-নিলাম করতে চলেছে হিডকো। টলিগঞ্জের বিএল সাহা রোডে প্রায় ৭.৪ একর জমি রয়েছে। প্রতি একর জমির দাম প্রাথমিকভাবে ১৭ কোটি টাকা ধরা হয়েছে। সেই হিসেবে এই জমির মোট দাম প্রাথমিকভাবে ১২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।

রাজ্য সরকার আবাসিক বা বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির জন্য প্লটটি ৯৯ বছরের লিজের ভিত্তিতে নিলাম করতে চায়। এমনকি পরবর্তী সময়ে সরকার প্লটটির পুনর্নবীকরণ বা লিজের মেয়াদ ৯৯ বছরেরও বেশি সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে। তবে সেক্ষেত্রে সরকারের জমি বরাদ্দ নীতি অনুযায়ী কিছু শর্ত থাকবে। যেহেতু ওই কমিটি খুব ভালো জায়গায় রয়েছে তাই অনেক সংস্থায় এর জন্য এগিয়ে আসবে বলে মনে করছে হিডক। প্রাথমিকভাবে আগামী ১১ জানুয়ারি সরকারি অনলাইন নিলামের দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, আলিপুরের ওই প্লটের দাম উঠেছিল ৪০০ কোটি টাকা। যার পরিমাণ ছিল ৫.৭ একর। সরকারি অনলাইন নিলামে ওই দর হেঁকেছিল মুম্বইয়ের রিয়েল এস্টেট জায়েন্ট ‘‌দ্য ফিনিক্স মিলস লিমিটেড।’ ওই জমি কেনার জন্য তারা একর প্রতি প্রায় ৭১ কোটি দাম দিয়েছল। যা কলকাতায় এ পর্যন্ত সর্বোচ্চ। আলিপুরের জাজেস কোর্ট রোডের ওই প্লটটি ৯৯ বছরের জন্য লিজে আবাসিক বা বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করতে পারবে সংস্থাটি। সেই সরকারের ‘‌আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে’‌র অংশ। এরপরেই এই বছরের শুরুতে রাজারহাটে একটি আবাসন প্রকল্পের জন্য ৬.২ একর জমির জন্য ২০৩ কোটি টাকার দর পেয়েছে হিডকো।

বন্ধ করুন