একদিনে করোনা আক্রান্ত ৭৫২জন। মৃত্যু হয়েছে ১৪জনের। এককথায় করোনা উদ্বেগ থেকে বাংলা যে পুরোপুরি মুক্ত হতে পেরেছে তা একেবারেই বলা যাবে না। তবে শুক্রবারের তুলনায় কোভিডের হার কিছুটা কমেছে শনিবার। স্বস্তির বলতে এটাই। আরও একটি স্বস্তির খবর রয়েছে। শনিবার কলকাতায় করোনা সংক্রামিত হয়ে মৃত্যুর কোনও খবর নেই। এদিকে জেলা ভিত্তিক পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রামিত হয়েছেন ১২৭জন। তবে উত্তর ২৪ পরগনা ও নদিয়া দুটি জেলাতেই ৪জন করে মৃত্যু হয়েছে। সেই তুলনায় কলকাতায় সংক্রামিত হয়েছেন ১১৯জন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে ৩জনের। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্য়ে দার্জিলিংয়ে সবথেকে বেশি ৩৯জন সংক্রামিত হয়েছেন।
এদিকে এর সঙ্গেই কোভিডের তৃতীয় ঢেউ নিয়েও উদ্বেগ রয়েছে যথেষ্টই। সরকারি তরফে নানা সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রাজ্যের জেলায় জেলায় টিকাকরণও চলছে। শনিবার ৫ লক্ষ ১৯ হাজার ৫জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৮৯৯জনকে। টিকাকরণের উপর বিশেষভাবে জোর দিয়েছে স্বাস্থ্য দফতর।