কলকাতার ফুটপাথবাসী ৭ মাসের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ। বড়তলা থানা এলাকায় এই ঘটনায় অভিযুক্তকে খুঁজতে কোমর বেঁধে নেমেছে পুলিশ। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে শিশুটির। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ৩০ নভেম্বর বড়তলা থানা এলাকায় বাড়ির সামনে একটি শিশুকে কাঁদতে দেখেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন তিনি। ওদিকে ওই বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে ফুটপাথের বাসিন্দা এক দম্পতি তাঁদের ৭ মাসের কন্যাসন্তানকে তখন হন্যে হয়ে খুঁজছেন। মেয়েকে না পেয়ে তাঁরা পৌঁছে গিয়েছেন থানায়। তারই মধ্যে ফুটপাথে এক শিশুকন্যা পড়ে রয়েছে খবর পেয়ে ছোটে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় সেটি ওই দম্পতিরই কন্যা।
এর পর চিকিৎসার জন্য মেয়েটিকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটি যৌন নিগ্রহের শিকার। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের একাধিক অংশে। এর পরই এই ঘটনায় পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। কে বা কারা শিশুকন্যাটিকে অপহরণ করেছিল তা জানতে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্থানীয় কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাই এই ঘটনায় জেরা করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও।