বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Road accident in Chingrihata: ভোররাতে চিংড়িহাটায় ডিভাইডারে ধাক্কা বাসের, আশঙ্কাজনক তিন পড়ুয়া

Road accident in Chingrihata: ভোররাতে চিংড়িহাটায় ডিভাইডারে ধাক্কা বাসের, আশঙ্কাজনক তিন পড়ুয়া

চিংড়িহাটায় পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঘটনাটি ঘটেছে ভোর ৩:২০ টে নাগাদ। বাসটি সায়েন্সসিটি থেকে চিংড়িহাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ডানদিক ঘেঁষে ধাক্কা মারে দোকানে। বাসের ধাক্কার বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা উদ্ধারকার্যে নেমে পড়েন।

ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল কলকাতায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারল একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া ভরতি বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে চিংড়িহাটায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ জন পড়ুয়া। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। আর বাকিদের এনআরএস হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভোর ৩:২০ টে নাগাদ। বাসটি সায়েন্সসিটি থেকে চিংড়িহাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ডানদিক ঘেঁষে ধাক্কা মারে দোকানে। বাসের ধাক্কার বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা উদ্ধারকার্যে নেমে পড়েন। এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ সেখানে পৌঁছে একে একে আহতদের বের করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের অনুমান, বাসের অতি স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল। সেই কারণে বাসের সামনের দিকের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটি আরও কয়েকটি দোকানে ধাক্কা মারার পর থামে।

এই দুর্ঘটনার পরেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল তা জানার জন্য যৌথভাবে তদন্তে নেমেছে দুই থানার পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে। আপাতত বাসটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পরে বাস চালক পলাতক। বাসের ধাক্কায় ভেঙে যাওয়া ডিভাইডারটিকে মেরামত করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাতের শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছিল টালিগঞ্জ ফাঁড়ির কাছে। ওই বাইক আরোহী টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে মহাবীরতলার দিকে যাচ্ছিলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ আরশাদ। সেই সময় তাকে পিছন থেকে ধাক্কা মারে ইট বোঝাই লরি। ঘটনায় বাইক থেকে ছিটকে লরির চাকার নীচে পরে যান ওই আরোহী। তখন লরিটি অনেক দূর পর্যন্ত আরশাদকে টানতে টানতে নিয়ে যায়। ঘটনার পরেই লরির খালাসিকে আটক করে চারু মার্কেট থানার পুলিশ। বাইক আরোহীকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.