দোলের জন্য আগামী সোমবার (২৫ মার্চ) শিয়ালদা মেন লাইনে ৯৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে দোলের দিন যাত্রীর সংখ্যা অত্যন্ত কম হয়। সেই পরিস্থিতিতে অতীতের মতো এবারও দোলের দিন শিয়ালদা মেন লাইনে একগুচ্ছে ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষত সকালের দিকের ট্রেনগুলি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। বাতিল ট্রেনের তালিকায় আছে শিয়ালদা-বর্ধমান লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকালের মতো শাখার লোকাল ট্রেন। ২৫ মার্চ কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন।
শিয়ালদা-বর্ধমান শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল: সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৪৫ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।
শিয়ালদা-রানাঘাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৬০১ শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকাল: বিকেল ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৬১৩ শিয়ালদা-রানাঘাট লোকাল: ভোর ৫ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩১৬১৭ শিয়ালদা-রানাঘাট লোকাল: সকাল ৮ টায় শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ৩১৬৩১ শিয়ালদা-রানাঘাট লোকাল: রাত ১০ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ৩১৬০২ রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৭ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৬) ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদা লোকাল: সকাল ৬ টা ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৭) ৩১৬২৪ রানাঘাট-শিয়ালদা লোকাল: বেলা ১২ টা ৫০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৮) ৩১৬৩৪ রানাঘাট-শিয়ালদা লোকাল: রাত ৮ টা ৮ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
রানাঘাট-গেদে শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৭৪৭ রানাঘাট-গেদে লোকাল: সকাল ৮ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
২) ৩১৭৪৯ রানাঘাট-গেদে লোকাল: সকাল ১০ টা ৫০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৩) ৩১৭৫৩ রানাঘাট-গেদে লোকাল: দুপুুর ৩ টে ২৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৪) ৩১৭৫৫ রানাঘাট-গেদে লোকাল: সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৫) ৩১৭৪৪ গেদে-রানাঘাট লোকাল: সকাল ৭ টা ৩২ মিনিটে গেদে থেকে ছাড়ে।
৬) ৩১৭৪৬ গেদে-রানাঘাট লোকাল: সকাল ৯ টা ৪৭ মিনিটে গেদে থেকে ছাড়ে।
৭) ৩১৭৪৮ গেদে-রানাঘাট লোকাল: সকাল ১১ টা ৫৫ মিনিটে গেদে থেকে ছাড়ে।
৮) ৩১৭৫০ গেদে-রানাঘাট লোকাল: বিকেল ৪ টে ৩০ মিনিটে গেদে থেকে ছাড়ে।
৯) ৩১৭৫৪ গেদে-রানাঘাট লোকাল: সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গেদে থেকে ছাড়ে।
শিয়ালদা-গেদে শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৯১১ শিয়ালদা-গেদে লোকাল: ভোর ৪ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৯১৭ শিয়ালদা-গেদে লোকাল: বেলা ১২ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩১৯২৬ গেদে-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে গেদে থেকে ছাড়ে।
রানাঘাট-কৃষ্ণনগর সিটি শাখায় (ভায়া শান্তিপুর) কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৫৮৫ রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: সকাল ৬ টা ৫০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
২) ৩১৫৮৬ কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল: সকাল ৯ টা ২৫ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ে।
কৃষ্ণনগর সিটি-রানাঘাট শাখা কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৭২৩ রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: সকাল ৬ টা ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
২) ৩১৭২৫ রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: রাত ১০ টা ২০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৩) ৩১৭২২ কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল: সকাল ৭ টা ৫৪ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ে।
৪) ৩১৭২৬ কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল: রাত ১১ টা ২৫ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ে।
শিয়ালদা-কৃষ্ণনগর সিটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৮০১ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল: সকাল ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৮১৩ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: ভোর ৫ টা ৩৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩১৮৩১ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ৩ টে ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ৩১৮০২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৮ টা ৪০ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ে।
৫) ৩১৮৩৪ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ে।
৬) ৩১৮৩৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল: রাত ৮ টায় কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ে।
নৈহাটি-রানাঘাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৭১১ নৈহাটি-রানাঘাট লোকাল: ভোর ৫ টায় রানাঘাট থেকে ছাড়ে।
২) ৩১৭১২ রানাঘাট-নৈহাটি লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
রানাঘাট-শান্তিপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৭৮১ রানাঘাট-শান্তিপুর লোকাল: সকাল ৮ টা ১৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
২) ৩১৭৮৩ রানাঘাট-শান্তিপুর লোকাল: দুপুর ১ টা ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৩) ৩১৭৮২ শান্তিপুর-রানাঘাট লোকাল: সকাল ৮ টা ৫৬ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
৪) ৩১৭৮৪ শান্তিপুর-রানাঘাট লোকাল: সকাল ১০ টা ৪৬ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
৫) ৩১৭৮৬ শান্তিপুর-রানাঘাট লোকাল: দুপুর ২ টো ৭ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
শিয়ালদা-শান্তিপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৫১১ শিয়ালদা-শান্তিপুর লোকাল: ভোর ৪ টে ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৫১৫ শিয়ালদা-শান্তিপুর লোকাল: সকাল ৭ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩১৫২১ শিয়ালদা-শান্তিপুর লোকাল: সকাল ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ৩১৫২৭ শিয়ালদা-শান্তিপুর লোকাল: দুপুর ৩ টে ৪৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ২২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
৬) ৩১৫২২ শান্তিপুর-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ৫ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
৭) ৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ২৭ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
৮) ৩১৫৩৪ শান্তিপুর-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
রানাঘাট-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩৩৭১১ রানাঘাট-বনগাঁ লোকাল: ভোর ৪ টে ১৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
২) ৩৩৭১৩ রানাঘাট-বনগাঁ লোকাল: সকাল ৬ টা ১৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৩) ৩৩৭১৭ রানাঘাট-বনগাঁ লোকাল: সকাল ৮ টা ৩৪ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৪) ৩৩৭১৯ রানাঘাট-বনগাঁ লোকাল: সকাল ৯ টা ২৪ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৫) ৩৩৭২৯ রানাঘাট-বনগাঁ লোকাল: বিকেল ৪ টে ৩৪ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৬) ৩৩৭৩৩ রানাঘাট-বনগাঁ লোকাল: সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
৭) ৩৩৭১৬ বনগাঁ-রানাঘাট লোকাল: সকাল ৭ টা ২০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৮) ৩৩৭২০ বনগাঁ-রানাঘাট লোকাল: সকাল ১০ টা ২০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৯) ৩৩৭২৪ বনগাঁ-রানাঘাট লোকাল: দুপুর ১ টা ৩ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
১০) ৩৩৭৩২ বনগাঁ-রানাঘাট লোকাল: সন্ধ্যা ৬ টায় বনগাঁ থেকে ছাড়ে।
শিয়ালদা-ব্যারাকপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১২১৫ শিয়ালদা-ব্যারাকপুর গ্যালপিং লোকাল: সকাল ৭ টা ৩৩ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১২১৭ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৭ টা ৪৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩১২১৯ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৮ টায় শিয়ালদা থেকে ছাড়বে।
৪) ৩১২২৩ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৮ টা ৩৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ৩১২২৫ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৯ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৬) ৩১২২৭ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৯ টা ২৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৭) ৩১২২৯ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৮) ৩১২৩১ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: সকাল ১০ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৯) ৩১২৩৭ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: বিকেল ৪ টে ১ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১০) ৩১২১৬ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১১) ৩১২১৮ ব্যারাকপুর-শিয়ালদা গ্যালপিং লোকাল: সকাল ৮ টা ৩৫ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১২) ৩১২২০ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৪৮ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়বে।
১৩) ৩১২২৪ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ৫৭ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১৪) ৩১২২৬ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ১৬ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১৫) ৩১২২৮ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ৩০ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১৬) ৩১২৩০ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সকাল ১১ টায় ব্যারাকপুর থেকে ছাড়ে।
১৭) ৩১২৩৬ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১৮) ৩১২৪০ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: রাত ৮ টা ২৭ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
১৯) ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: বেলা ১২ টা ১০ মিনিটে ব্যারাকপুর থেকে ছাড়ে।
শিয়ালদা-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১৪১৩ শিয়ালদা-নৈহাটি লোকাল: সকাল ৬ টা ৩৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৪১৭ শিয়ালদা-নৈহাটি লোকাল: সকাল ৯ টা ৩৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩১৪২৩ শিয়ালদা-নৈহাটি লোকাল: বেলা ১২ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ৩১৪২৫ শিয়ালদা-নৈহাটি লোকাল: দুপুর ১ টা ৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ৩১৪২৭ শিয়ালদা-নৈহাটি লোকাল: দুপুর ১ টা ৫২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৬) ৩১৪৩৫ শিয়ালদা-নৈহাটি লোকাল: সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৭) ৩১৪৩৭ শিয়ালদা-নৈহাটি লোকাল: সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৮) ৩১৪৪৩ শিয়ালদা-নৈহাটি লোকাল: রাত ৯ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৯) ৩১৪১৬ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৭ টা ৫২ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১০) ৩১৪১৮ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৩০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১১) ৩১৪২৪ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১২) ৩১৪৩২ নৈহাটি-শিয়ালদা লোকাল: দুপুর ১ টা ৪০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১৩) ৩১৪৩৪ নৈহাটি-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৫০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১৪) ৩১৪৩৮ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৭ টা ২০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১৫) ৩১৪৪০ নৈহাটি-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
১৬) ৩১৪৫০ নৈহাটি-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ১৫ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
আর কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১২৬১ কাঁকুড়গাছি রোড কেবিন-ব্যারাকপুর লোকাল: বিকেল ৫ টে ৪৩ মিনিটে ছাড়ে।
২) ৩১৪৭১ কাঁকুড়গাছি রোড কেবিন-নৈহাচটি লোকাল: সকাল ৭ টা ১৫ মিনিটে ছাড়ে।