বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ফারাক্কায় বেআইনিভাবে জমি দখল করেছে আদানি গোষ্ঠী। এই অভিযোগ তুলে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় সব পক্ষকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। মামলকারীদের অভিযোগ, বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য হাইটেনশন বিদ্যুতের তার নিয়ে যাচ্ছে আদানি গোষ্ঠী। এর ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মামলাটি দায়ের করেছিল মানবাধিকার সংগঠন এপিডিআর (অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ্ ডেমোক্র্যাটিক রাইটস্)। তারা এলাকার চাষিদের নিয়ে গত ৩১ জানুয়ারি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে। আইনজীবী দ্রুত এই মামলার শুনানির জন্য আবেদন জানায়। তখন বিচারপতি প্রশ্ন করেন, ‘এত বছর ধরে এই প্রকল্প চলছে। তাহলে কেন এতদিন কোনও আবেদন করেননি? ৭ দিনে এমন কোনও সমস্যা হবে না।’ এরপরেই বিচারপতি আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। সেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য ফরাক্কায় জমি অধিগ্রহণ করে আদানি গোষ্ঠী। কিন্তু, এর ফলে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে সেখানে প্রচুর আম, লিচু গাছ রয়েছে। হাইটেনশন তার নিয়ে যাওয়ার ফলে এই সমস্ত ফল চাষে ক্ষতি হচ্ছে বলে অভিযোগ চাষিদের। এর আগেও এ নিয়ে বিক্ষোভ করেছেন চাষিরা। সেই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। পরে একজন চাষি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup