পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছে ৪ সদস্যের প্রতিনিধিদল। শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সদস্যের দল গঠন করেছেন খোদ বিজেপি সভাপতি জেপি নড্ডা। আগামী সপ্তাহেই এই দল রাজ্যের বিভিন্ন সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শন করবে বলে বিজেপি সূত্রে খবর।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে
বিজেপির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার সদস্যের প্রতিনিধিদলের আহ্বায়ক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা নির্বাচনে ওই রাজ্য থেকে জয়ী বিজেপি প্রার্থী বিপ্লব দেব। এছাড়া থাকবেন জয়ী বিজেপি প্রার্থী রবিশংকর প্রসাদ, ব্রজলাল ও কবিতা পাতিদার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট হয়েছে। ২টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসার ধারা অব্যহত রয়েছে। আর ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।
আরও পড়ুন - প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED
গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলগুলির নেতা - কর্মীদের নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। বিজেপির আবেদনের ভিত্তিতে রাজ্যে ২১ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে আদালত। ওদিকে শয়ে শয়ে আক্রান্ত বিজেপি কর্মী কলকাতাসহ জেলার বিভিন্ন দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা পেতে আদালতের দিকে তাকিয়ে তারা। এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধিদল।