স্নায়ুরোগজনিত সমস্যার কারণে মস্তিষ্কে জল জমেছিল মুকুল রায়ের। বার কয়েক সেই জল বারও করা হয়েছিল। এ বার স্থায়ী সমাধানের জন্য তাঁর মস্তিষ্কে ‘চিপ’ বসানো হল। হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
বৃহস্পতিবার ইস্টার্ন মেট্রোপলিটনের কাছে বাইপাশ সংলগ্ন এলাকায় একটি হাসপাতালের মুকুল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। (পড়তে পারে। সরানো হল সাগরদিঘির BDO, রিটার্নিং অফিসারকে! 'হারের বদলায় বদলি', অভিযোগ বিরোধীদের)
স্নায়ুরোগের সমস্যার কারণে ফেব্রুয়ারি মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মস্তিষ্কে জল জমছিল। বেশ কয়েকবার সেই জল বার করা হয়। তবে পাকাপাকি সমাধানের জন্য চিকিৎসকরা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের মাথায় 'চিপ' বসানোর পরামর্শ দেন। তা বসালে মস্তিষ্কের সমস্যা অনেকটাই কমে যাবে বলে জানান চিকিৎসকরা। বিধায়কের পরিবারের সদস্যরা চিকিৎসকদের পরামর্শে সায় দিলে 'চিপ' বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার তাঁর মাথায় 'চিপ' বসেছে। (পড়তে পারেন। চোর বললেও ভয় পাবেন না, বুক চিতিয়ে তৃণমূল করুন, ভোকাল টনিক দিলেন মমতা)
অসুস্থতার জন্য রাজ্য রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতে তাঁকে আজকাল আর দেখা যেত না। তাঁর ঘনিষ্টসূত্রে খবর স্ত্রী মারা যাওয়ার পর তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। কথাবার্তায় 'অসংলগ্নতা' দেখা যেত। সে কারণে তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতেও পড়তে হচ্ছিল। মুকুল রায়কে বিধানসভা সভার 'পাবলিক অ্যাকাউন্টস কমিটি’র চেয়ারম্যানও করা হয়। অসুস্থতার কারণে সে দায়িত্ব তিনি ঠিকঠাক পালন করে উঠতে পারেননি।