বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মেডিক্যালের জীবনদায়ী ওষুধ উধাও কাণ্ডে জোড়া রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য দফতরে

মেডিক্যালের জীবনদায়ী ওষুধ উধাও কাণ্ডে জোড়া রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য দফতরে

মেডিক্যালের জীবনদায়ী ওষুধ উধাও কাণ্ডে জোড়া রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য দফতরে (ছবি সৌজন্য ফেসবুক)

রিপোর্টেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কলকাতা মেডিক্যাল কলেজের স্টোর থেকে জীবনদায়ী ২৬টি টোসিলিজুমাব ইঞ্জেকশন রিকুইজিশন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবেই সরানো হয়েছিল।

মেডিক্যালের জীবনদায়ী ওষুধ উধাও কাণ্ডের নয়া মোড়। এই ঘটনায় তদন্তের পৃথক দু’‌টি কমিটির জোড়া রিপোর্ট একসঙ্গে জমা পড়ল স্বাস্থ্য দফতরে। দু’‌টি তদন্ত কমিটির রিপোর্টেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কলকাতা মেডিক্যাল কলেজের স্টোর থেকে জীবনদায়ী ২৬টি টোসিলিজুমাব ইঞ্জেকশন রিকুইজিশন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবেই সরানো হয়েছিল। এই রিপোর্টে মহিলা মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। রবিবার মেডিক্যাল কলেজের এই ঘটনায় জোড়া তদন্ত কমিটি, এই রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা দিয়েছে।

গুরুতর অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যভবনের তরফে গোটা ঘটনা তদন্তের জন্য জোড়া তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমটি ৭ ও দ্বিতীয়টি ৩ জনের। ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই এদিন জোড়া তদন্ত কমিটির রিপোর্ট একসঙ্গে জমা পড়ল স্বাস্থ্য দফতরে। এই রিপোর্ট এবার নবান্নে পাঠানো হবে।সূত্রের খবর, নিয়ম ভঙ্গে জড়িতদের কী শাস্তি দেওয়া হবে, তা ঠিক করতে পারেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে উধাও হয়ে যায় করোনা চিকিৎসায় ব্যবহৃত ২৬টি টোসিলিজুমাব ইঞ্জেকশন। প্রায় ১০ লক্ষ টাকা দামের এই ইঞ্জেকশন বেআইনিভাবে হাতানোর অভিযোগ ওঠে এক চিকিৎসকের বিরুদ্ধে। তিনি আবার শাসক দলের এক নেতার ঘনিষ্ট বলে পরিচিত। প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে ওই ইঞ্জেকশন হাতানোর অভিযোগ তুলকালাম কাণ্ড ঘটে যায়। 

এই সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। স্বল্প ব্যবধানে কয়েক দফায় অভিযুক্ত চিকিৎসক কর্তব্যরত নার্সিং ইনচার্জের কাছ থেকে প্যাথলজি বিভাগের নমুনা পরীক্ষার ফর্মে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ তৈরি করে ওই ইঞ্জেকশন তোলেন বলে অভিযোগ। নার্সের বারবার জিজ্ঞাস করাতে ওই চিকিৎসক তাঁকে কিছু নথি জমা দেন। পরে দেখা যায়, সেগুলো প্যাথলজি বিভাগের নমুনা পরীক্ষার ফর্ম। সেগুলো জমা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ওই ওষুধ তুলে নেওয়া হয়। এই ঘটনার পরেই সাত ও তিন সদস্যের পৃথক দু’‌টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.