সোমবার নিজেদেরই নাংর্সিহোমে লিফট ছিঁড়ে গুরুতর জখম হয়েছিলেন চিকিৎসক দম্পতি। তাঁদের বাইপাশের ধারে একটি হাসপাতালে চিকিৎসা চলছিল। রাতেই মারা গেলেন আহত চিকিৎসক চৈতালি মিত্র। তাঁর স্বামী অনির্বাণ মিত্রর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে বলে হাসপাতাল জানিয়েছেন।
সোমবার দুপুরে কসবার রাজডাঙায় নিজেদের নার্সিংহোমে লিফট ছিঁড়ে গুরুতর জখন হন চিকিৎসক অনির্বাণ মিত্র ও চৈতালি মিত্র। লিফটে করে চারতলা থেকে নামার সময় আচমকাই সেটি ছিঁড়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁদের বাইপাশের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে মারা যান চৈতালি মিত্র। জখম চিকিৎসক অনির্বাণ মিত্রর অবস্থাও ভালো নয় বলে হাসপাতাল জানিয়েছে। হাসপাতালের চিকিৎকরা তাঁকে পর্যবেক্ষনে রখেছেন।
(পড়তে পারেন। নিজের নার্সিংহোমে লিফ্ট ছিঁড়ে বিপত্তি, গুরুতর জখম চিকিৎসক দম্পতি)
প্রাথমিক তদন্তের পুলিশ জানিয়েছে, মূলত যান্ত্রিক ত্রটির কারণে লিফটি ছিঁড়ে পড়ে। তবে লিফটি রক্ষণাবেক্ষণ হত কি না? কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে বাইপাশের ধারে একটি আবাসনে লিফট ছিঁড়ে পড়ে মারা যান এক ব্যক্তি।