বুধবার দুপুরে বোলপুরের খোয়াইতে বেড়াতে গিয়েছিলেন এক কলেজছাত্রী। স্কুটিতে যাচ্ছিলেন।সেই সময় ট্রাক্টরের ধাক্কা। ছিটকে পড়েন তিনি। মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম স্নেহা চৌধুরী। তিনি মিশন কম্পাউন্ড এলাকার বাসিন্দা। বোলপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। স্কুটিতে চেপে সোনাঝুরি ও খোয়াইতে বেড়াতে এসেছিলেন। রাস্তায় একটা ট্রাক্টরের সঙ্গে তাঁর স্কুটির ধাক্কা লাগে। দুজনেই আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু স্নেহাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।
দুজনেই রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তারা ছিটকে পড়েন। স্নেহা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতেন। কীভাবে দুর্ঘটনা হল তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে তার বাবা ব্যবসায়ী। স্ত্রীকে নিয়ে তিনি বেড়াতে গিয়েছেন। আর তার মাঝেই মেয়ের মৃত্যু। গোটা পরিবার একেবারে ভেঙে পড়েছে। মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ট্রাক্টরটি বেপরোয়াভাবে যাচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শীতের মরসুমে প্রচুর পর্যটক এলাকায় আসবেন। তারা যদি দুর্ঘটনার মুখে পড়েন তবে সমস্যা আরও বাড়বে। এনিয়ে পুলিশের সতর্ক হওয়া দরকার। দাবি বাসিন্দাদের।