মা উড়ালপুলে আবারও পথ দুর্ঘটনা। বাইকে করে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন এক তরুণী। সেই সময় বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাইক চালক এবং আরোহী তরুণী দুজনেই আহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। একজনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে এবং অন্যজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য মা উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক অফিসার–সহ দু’জন, আতঙ্ক
জানা গিয়েছে, বাইক আরোহী তরুণীর নাম আরিত ভারতী। তিনি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা। হাওড়া থেকে টিসিএসে চাকরির ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিলেন। এরজন্য সময় বাঁচাতে বাইক বুক করে সল্টলেকে যাচ্ছিলেন। বাইকটি মা উড়ালপুলের ওপরে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরে বাইকটি পাল্টি খেয়ে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে, তরুণীকে ভর্তি করা হয়েছে রুবির একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ধাক্কার অভিঘাতে বাইকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। এরপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের পরিবারকে ঘটনায় খবর দিয়েছে পুলিশ। এছাড়াও, বাইকটি উদ্ধার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে মা উড়ালপুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। এছাড়াও, প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছে। ঘটনায় তদন্ত করছে পুলিশ। এদিকে, দুর্ঘটনার ফলে মা উড়ালপুলে সাময়িকভাবে যানজট তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উল্লেখ্য, মা উড়ালপুলে দুর্ঘটনা প্রায়ই ঘটে। সেখানে দুর্ঘটনা এড়াতে পুলিশ একাধিক পদক্ষেপ করেছে। তারপরেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। বেশিরভাগ সময়েই গাড়ির গতি বেশি থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অ্যাপ বাইকটির সঙ্গে সঙ্গে আগে একটি গাড়ির ধাক্কা লাগে। তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। পিছনের দিকে বসে থাকা তরুণী ও আরোহী দুজনেই নিচে ছিটকে পড়েন।