বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tiljala Murder Case: তিলজলায় সাত বছরের নাবালিকাকে অপহরণ করে খুন!‌ বস্তাবন্দি গলাকাটা দেহ উদ্ধার

Tiljala Murder Case: তিলজলায় সাত বছরের নাবালিকাকে অপহরণ করে খুন!‌ বস্তাবন্দি গলাকাটা দেহ উদ্ধার

হাত–পা বাঁধা অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়।

নাবালিকার দেহ প্রতিবেশীর ফ্ল্যাটের রান্নাঘর থেকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা এলাকা। তিলজলা থানায় গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানাও ঘেরাও করেন তাঁরা। ঘেরাও ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। আজ, অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে।

সাত বছরের এক নাবালিকার গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল তিলজলা। বাড়ির পাশে একটি আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার দেহ। নাবালিকাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। নাম অলোক কুমার (৩২)। বিহারের সমস্তিপুরের বাসিন্দা এই আবাসনেই থাকে। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে পুরনো শত্রুতা রয়েছে।

এই নাবালিকার দেহ প্রতিবেশীর ফ্ল্যাটের রান্নাঘর থেকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা এলাকা। তিলজলা থানায় গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানাও ঘেরাও করেন তাঁরা। এই ঘেরাও ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় রবিবার রাতে। রাত যত বাড়ে পরিস্থিতি তত উত্তপ্ত হতে থাকে। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্দেশে ইট পাটকেল ছোড়েন বলে অভিযোগ। তার জেরে দুই পুলিশকর্মী আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশও। তার জেরে ছত্রভঙ্গ হয় জনতা। কয়েকজনকে আটকও করে পুলিশ।

কেন পুলিশের উপর হামলা?‌ সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না নাবালিকাকে। দুপুর ১২টা নাগাদ তিলজলা থানায় মিসিং ডায়েরি করে তার পরিবার। তাঁদের দাবি, বিষয়টিকে গুরুত্ব দেয়নি থানা। অনেক দেরি করে খোঁজখবর শুরু করা হয়। তখন স্থানীয় বাসিন্দারাই একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেয়। তাতে দেখা গিয়েছে, নাবালিকা বাড়ির পাশের ফ্ল্যাটে ঢুকছে। তারপরই পুলিশ ওই আবাসনে তল্লাশি চালায়। আর তৃতীয় তলার একটি ফ্ল্যাটের ভিতরের ঘরে রক্তমাখা বস্তা মেলে। বস্তা খুলতেই উদ্ধার হয় নিখোঁজ নাবালিকার গলাকাটা দেহ। পাশাপাশি তার মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে লালবাজার। কিন্তু এহেন নৃশংস খুন কেন?‌ চলছে জেরা। আজ, সোমবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে বলে খবর।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, শিশুকন্যাটির বয়স মাত্র ৭ বছর। তিলজলার শ্রীধর রায় রোডে একটি আবাসনে বাবা–মা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। রবিবার সকালে ময়লা ফেলার জন্য ফ্ল্য়াটের বাইরে বেরিয়েছিল শিশুটি। কিন্তু আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা খবর দেয় থানায়। এই আবাসনের গেটে সিসিটিভি লাগানো। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখন দেখা যায়, ময়লা ফেলার পর শিশুটি আবাসনের ভিতরেই ঢুকছে। তারপর সন্ধ্যেবেলায় দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে এক প্রতিবেশীর ফ্ল্যাটের রান্নাঘরে সিলিন্ডারের পাশে হাত–পা বাঁধা অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শিশুটিকে খুন করা হয়েছে। অভিযুক্তকে অলোক কুমারকে গ্রেফতার করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের জিতলেই খেতাব নিশ্চিত ছিল, সিরিয়ার কাছে হেরে ইন্টারকন্টিনেন্টাল কাপে লাস্টবয় ভারত 'পুজোয় ফিরে আসুন', জনতার উদ্দেশে আর্জি মমতার আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.