আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বরাহনগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম সোনু হরি (২৫)। সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ওই যুবক। গোপন সূত্রে খবর, পেয়ে তাকে নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে থেকে পুলিশ গ্রেফতর করে। ওই যুবক কলকাতার বটতলা থানা এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্র-সহ ওই যুবক বরাহনগরে কী করছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, বগটুই কাণ্ডের পরেই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিল নবান্ন। এরপরেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপর হয় পুলিশ। মঙ্গলবার রাতে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে প্রথমে আটক করে। এরপর তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই তাকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল এবং দুটি কার্টুজ উদ্ধার হয়েছে।
ওই যুবকের বাড়ি কলকাতার বটতলা থানা এলাকায় হওয়া সত্ত্বেও কেন ওই যুবক বরাহনগর এলাকায় গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে তার কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে চলে আসল? সেটি বৈধ কিনা তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে অনুমান, এলাকায় চুরি বা ডাকাতির উদ্দেশ্যে সেখানে যেতে পারে ওই যুবক। সম্প্রতি বরাহনগর সংলগ্ন বেশ কয়েকটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এভাবে একের পর এক আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিউটাউন থানা, বোটানিক্যাল গার্ডেন থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ বেশ কয়েকজন যুবককে কয়েকদিন আগেই গ্রেফতার করেছে পুলিশ।