শুক্রবার সকালে আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায... more
শুক্রবার সকালে আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক ব্যক্তি (৪০)। সিংহটি তাঁকে টেনে নিয়ে যায়। ওই ব্যক্তির কাঁধে থাবা বসিয়ে দেয়। বিষয়টি সিংহের পালকের নজরে আসতেই কোনওক্রমে গৌতম গুছাইত নামে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথম ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ডান পা এবং ডান কাঁধে আঘাত আছে। পায়ের ক্ষত বেশি। ডান কাঁধ-সহ একাধিক জায়গায় আঁচড় আছে। ক্ষতস্থান যাতে বিষিয়ে না যায়, সেজন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। কথাও বলেছেন তিনি। কিন্তু কীভাবে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন ওই ব্যক্তি? চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, টিকিট কেটে সাধুবেশে চিড়িয়াখানায় ঢুকেছিলেন গৌতম। চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। তারইমধ্যে সিংহের খাঁচার সামনে এসে পাঁচিল থেকে ঝাঁপ দেন। ঘটনায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।