করোনা পরিস্থিতিতে বিভিন্ন রকমের অনলাইন প্রতারণা বেড়ে চলেছে। পুলিশ নিয়মিত অনলাইন প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করলেও প্রলোভনে শেষমেষ পা দিয়ে ফেলছেন অনেকেই। বাড়িতে বসেই যদি টাকা দ্বিগুণ হয়ে যায় তাহলে তাতে ক্ষতি কি! এরকম মনোভাব নিয়েই অনেক মানুষই প্রতারকদের জালে জড়িয়ে পড়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। এবার ক্রিপ্টোকারেন্সির নামে প্রতারণার ফাঁদে পা দিলেন পার্কসার্কাসের এক যুবক। সব মিলিয়ে প্রায় ২৩ লক্ষ টাকা খুঁইয়ে বসেছেন ওই যুবক। এর পরেই তিনি নিজের ভুল বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পার্ক সার্কাসের ওই যুবকের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আসে। লিঙ্কে ক্লিক করার পরে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। সব মিলিয়ে গ্রুপে প্রায় আড়াইশো জন সদস্য ছিল ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারা সকলেই ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং করেন। গ্রুপের অনেকের কাছ থেকেই টাকা আয়ের সুযোগ শুনে হাতছাড়া করতে চাননি ওই যুবক। শেষমেষ ওই যুবক ট্রেডিংয়ে অংশগ্রহণ করে বেশ কিছু টাকা বিনিয়োগ করেন। ওই যুবক প্রথমে ৬ হাজার টাকা বিনিয়োগ করেন। কিছুদিনের মধ্যে দেখতে পান সেই টাকা প্রায় অর্ধেক বেড়ে গিয়েছে।
পুলিশের কাছে অভিযোগ, বিটকয়েনের মাধ্যমে এই ট্রেডিং করা হয়। সেই কারণে বিটকয়েনকে অন্য ক্রিপ্টোকারেন্সিতে পরিণত করার জন্য গ্রুপে থাকা এক মার্কিন এজেন্টের সাহায্য নেন। এরপর ধাপে ধাপে তিনি ২৩ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। তারপরে টাকা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তিত না হওয়ায় তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারে । সর্বস্ব খুইয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি এই ধরনের প্রতারণা শহরে বেড়ে চলেছে। এর পিছনে একটা চক্র কাজ করছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।